মুখ্যমন্ত্রী পদে মমতাকে হ্যাটট্রিক করানোই লক্ষ্য বিষ্ণুপুর থেকেই লড়াই করতে চান সুজাতা
মুখ্যমন্ত্রী পদে মমতাকে(Mamata Banerjee) ‘হ্যাট্রিক’(Hattrick) করাতে বিষ্ণুপুর(Bishnupur) থেকেই লড়াই শুরু করতে চান সদ্য তৃণমূলে(TMC) যোগ দেওয়া সুজাতা মণ্ডল খাঁ(Sujata Mondal Khan)। তাই খুব শীঘ্রই তিনি বিষ্ণুপুরে আসবেন বলে জানিয়েছেন। বিষ্ণুপুরের মাটিকে প্রণাম করে ২০১৯ সালে তিনি রাজনৈতিক লড়াইয়ের যাত্রা শুরু করেছিলেন। পেয়েছিলেন সাফল্য। তাই বিষ্ণুপুরের মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই তিনি লড়াই শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মসনদে বসাতে তিনি দলের নির্দেশে গোটা রাজ্য চষে বেড়াবেন বলে জানিয়েছেন। বিষ্ণুপুরের তৃণমূল কর্মীরাও তাঁর আসার অপেক্ষায় দিন গুনছেন। শুধু তাই নয়, রাজ্যের যে মন্ত্রীর বিরুদ্ধে তিনি লোকসভা ভোটে মাঠে নেমেছিলেন, সেই শ্যামল সাঁতরাও(Shyamal Santra) সুজাতাকে আহ্বান জানিয়েছেন।
সুজাতাদেবী এদিন ফোনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মসনদে বসাতে হবে। তার জন্য দলের নির্দেশে আমি গোটা রাজ্য চষে বেড়াব। খুব শীঘ্রই আমি বিষ্ণুপুরে যাব। ২০১৯ সালে বিষ্ণুপুরের মানুষ আমার ডাকে সাড়া দিয়েছিলেন। তাই প্রথমেই তাঁদের আশীর্বাদ আমার প্রয়োজন।
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, সুজাতা ২০১৯ সালে লোকসভা ভোটে আমার বিরুদ্ধে প্রচার করেছিলেন। ওঁর লড়াকু মনোভাবকে আমি সম্মান করি। দল ওঁকে গোটা রাজ্যে সাংগঠনিক কাজে লাগাবে। বিষ্ণুপুর তথা জঙ্গলমহলের সাংগঠনিক কাজে ওঁকে পেলে দল আরও মজবুত হবে। তাছাড়া সুজাতা আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন। তাই জেলার কর্মীরা ওঁকে সাদরে গ্রহণ করবেন।
তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর শহর সভাপতি জয়মাল্য ঘর বলেন, সুজাতার মতো লড়াকু নেত্রী তৃণমূল কংগ্রেসে আসায় বিষ্ণুপুরের দলীয় কর্মীরা রীতিমতো উচ্ছ্বসিত। সুজাতা বিষ্ণুপুরে এলে আমরা তাঁকে সংবর্ধনা দেব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী ছিলেন সৌমিত্র খাঁ। তাঁর জয়ের অন্যতম কারিগর ছিলেন সুজাতাদেবী। সৌমিত্রবাবু নিজেও তা স্বীকার করেছেন। কিন্তু, সুজাতাদেবীর অবদানকে কোনও অজ্ঞাত কারণে বিজেপি দল মর্যাদা দেয়নি। তাই তৃণমূলে ফিরে এসেছেন। এবার তিনি শুধু বিষ্ণুপুর নয়, দলের স্বার্থে গোটা রাজ্য চষে বেড়াবেন। তবে তিনি বিষ্ণুপুরকে ভুলতে চান না। এখানকার মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই রাজনৈতিক লড়াইয়ের দ্বিতীয় ইনিংস শুরু করতে চান বলে জানিয়েছেন। মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে বিষ্ণুপুরের মাটি ছুঁয়েই শপথ নিতে চান সুজাতাদেবী।