আমরা কৃষক দের সাথে আছি, থাকবোঃ মমতা বন্দ্যোপাধ্যায়
“রবীন্দ্রনাথ আমাদের গর্ব। রবীন্দ্র সংস্কৃতি নষ্ট করা হচ্ছে। আজও রবীন্দ্রনাথের নোবেল চুরি নিয়ে সিবিআই কিছু করতে পারেনি। নেতাজির ফাইল ওরা আজ ও প্রকাশ করেনি”। বোলপুরে সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই চাঁচা ছোলা ভাষায় বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি প্রতীচী বিতর্কেও এদিন বিজেপির (BJP) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে রাজনৈতিক ভাবে টার্গেট করা হচ্ছে, অমর্ত্য সেন কেও ওরা টার্গেট করছে। শুধু উনি না আরও মানুষকে ওরা টার্গেট করছে”। বোলপুরবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “৬০ নং জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করুন”। এদিন মুখ্যমন্ত্রী জানান, আশ্রমিকদের থেকে অভিযোগ পেয়ে শ্রীনিকেতন- শান্তিনিকেতন সংযোগকারী রাস্তা বিশ্বভারতীর থেকে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। প্রধানমন্ত্রীর ভিন্ন ভাষায় ভাষণ দেওয়ার রীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেন , কেউ জানতেও পারে না। আমাকে লিখে দিলে আমিও হিন্দিতে ভাষণ দিতে পারি। আগে নিজে ভাষাটা জানুন”। রবীন্দ্রনাথের নামে ভুল তথ্য দেওয়ার বিষয়েও এদিন বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রবীন্দ্রনাথের জন্ম নাকি এখানে। নানা বিকৃত ও অসত্য তথ্য বলছে। বাংলার মেরুদন্ড বাংলার মানুষ। বাংলাকে অপমান করা হলে আমরা মানব না”। কেন্দ্রীয়সরকারের বিশ্বভারতী দখল প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বহিরাগতরা বিশ্বভারতী দখল করছে । দেশের মানুষকে আমি বহিরাগত বলিনি। বহিরাগত সংস্কৃতি বিজেপি আমদানি করছে”। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কৃষক দের সাথে আছি, থাকবো। কৃষক আন্দোলন আমরা সমর্থন করি”।