রাজনীতিতে যোগদান নয়, জানালেন রজনীকান্ত
সামনেই তামিল নাড়ুর(Tamil Nadu) বিধানসভা নির্বাচন। আর তার আগে অভিনেতা রজনীকান্তর (Rajanikanth) রাজনীতির আঙিনায় প্রবেশ নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি(Politics)। রজনীকান্ত নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি একটি নতুন রাজনৈতিক দলের সূচনা করতে চলেছিলেন। আপাতত সেই পথ থেকে সরে এলেন অভিনেতা।
গত শুক্রবার রক্তচাপ ওঠানামা করার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুদিন পর তিনি একটি বিবৃতি প্রকাশ করলেন। সেই বিবৃতিতেই তিনি জানিয়েছেন তাঁর মনোবাঞ্ছা।
বিবৃতিতে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি রাজনীতিতে প্রবেশ করছি না। আমি জানি কতটা কষ্টের সঙ্গে আমি এই সিদ্ধান্ত জানাছি। ভোটের রাজনীতিতে প্রবেশ না করেও আমি মানুষের জন্য কাজ করবো। আমার এই সিদ্ধান্ত আমার অনুরাগী ও সাধারণ মানুষকে কষ্ট দেবে। তাঁরা যেন আমাকে ক্ষমা করেন।”
রজনীকান্ত রজনী মক্কাল মন্দ্রাম নামে একটি সংগঠন তৈরি করেন দুবছর আগে। আগামী ৩১শে ডিসেম্বর তাঁর রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল। এই দলের পথচলা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি থেকে অর্থাৎ আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগে। কিন্তু আপাতত তা স্থগিত হয়ে গেল।