বিনোদন বিভাগে ফিরে যান

রুপোলি পর্দায় করোনা? ছবির নাম রেজিস্টারের হিড়িক

March 26, 2020 | < 1 min read

বলিউডের ট্রেন্ডিং লিস্টে এবার ঢুকে গেল প্রাণঘাতী ভাইরাস করোনার নামও। নতুন যে কোনও বিষয় নিয়ে বলিউডের আগ্রহ বরাবরই। বালাকোট এয়ারস্ট্রাইকের পর প্রযোজক-পরিচালকদের বিষয়টি নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে গিয়েছিল। একই ঘটনা ঘটেছিল কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরও। ছবির নাম নথিভুক্তও হয়েছে অনেক। 

কিন্তু করোনা নিয়ে ছবি! তাও আবার গোটা দেশ যখন এই ভাইরাসের আতঙ্কে তটস্ত, তখন? কিন্তু চলচ্চিত্র নির্মাতাদের এ বিষয়ে কোনও হেলদোল নেই। আতঙ্কের মাঝেও ব্যবসার দিকে নজর রেখেছেন তাঁরা। তাই ছবির নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি খেলা।

প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ইরোজ ইন্টারন্যাশনাল। ইতিমধ্যেই তারা ‘করোনা প্যায়ার হ্যায়’ নামটি রেজিস্টার করে ফেলেছে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কহোনা প্যায়ার হ্যায়’-এর সঙ্গে টুইস্ট রেখেই নাকি নাম ও বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। 

করোনা নিয়ে আরও একটি ছবি রেজিস্ট্রার হয়েছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসর কাউন্সিলে। সেই ছবিটির নাম ‘ডেডলি করোনা’। যদিও এনিয়ে বিস্তারিত খবর এখনও জানা যায়নি।

এদিকে করোনা আতঙ্কে শুটিং বাতিল হয়েছে বলিউডে। আগামী ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে সমস্ত শুটিং।

TwitterFacebookWhatsAppEmailShare

#film title, #CoronavirusUpdates, #covid-19

আরো দেখুন