রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী – এক কমিটিতে বাম-কং-তৃণমূল

December 30, 2020 | 2 min read

নেতাজি সুভাষচন্দ্র বসু

নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক মঞ্চে বিজেপি(BJP) বাদে শামিল হল রাজ্যের শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বর্ষব্যাপী কর্মসূচি পালনের জন্য গঠিত নেতাজি জন্মজয়ন্তী কমিটিতেও(Netaji Committee) তাঁরা নিজেদের অন্তর্ভুক্ত থাকার অঙ্গীকার করলেন। নেতাজির হাতে গড়া ফরওয়ার্ড ব্লকের(Forward Block) উদ্যোগেই এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের কর্মসূচিতেও সব পক্ষকে হাজির করানোর চেষ্টা সফল হলে তা রাজ্য-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে অন্যতম মাইলস্টোন হিসেবে চিহ্নিত হবে।  নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী ঘটা করে পালন করার জন্য এবার ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতিবারের মতো এবারেও তারা এব্যাপারে তাদের নিয়ন্ত্রণে থাকা নেতাজি জন্মজয়ন্তী কমিটিকে সামনে রেখেছে। সেই কমিটিকেই এবছর বর্ধিত করে বর্ষব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এদিন মহাবোধি সোসাইটি হলে বর্ধিত কমিটি গঠন ও কর্মসূচি সংক্রান্ত প্রথম বৈঠকটি হয়। বৈঠকে তৃণমূলের(TMC) তরফে দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও প্রাক্তন বিধায়ক নির্বেদ রায়(Nirbed Roy) হাজির 
ছিলেন। অন্যদিকে, বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান(Abdul Mannan) ও অমিতাভ চক্রবর্তী(Amitava Chakraborty), সিপিএমের সুজন চক্রবর্তী(Sujan Chakraborty), ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস(Debabrata Biswas) সহ বিভিন্ন বাম দলের প্রতিনিধি-নেতৃত্ব উপস্থিত 
থেকে উদ্যোগে তাঁদের সহমর্মিতা জানান। বর্ধিত কমিটির সভাপতি হয়েছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। সাধারণ সম্পাদক পদে থাকছেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির প্রধান নরেন চট্টোপাধ্যায়। এছাড়া নির্বেদ-পার্থবাবুদের সঙ্গে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক পাল, সমীর পুততুণ্ড, চণ্ডীদাস ভট্টাচার্যসহ এক ঝাঁক বাম নেতা কমিটির পৃষ্ঠপোষকের তালিকায় ঠাঁই পেয়েছেন। থাকছেন পূরবী রায়, চিত্রা ঘোষ, সৈয়দ নায়িমুদ্দিন, গৌতম সরকার, কল্যাণ সেন বরাট, অরিন্দম গঙ্গোপাধ্যায়, আবুল বাশার সহ বিশিষ্ট ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি জগতের মানুষ, বসু পরিবারের সদস্য ও নেতাজি গবেষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #netaji, #Netaji Committee, #Netaji Subhash Chandra Bose

আরো দেখুন