প্রয়াত ফ্যাশন সুপারস্টার পিয়ের কার্দাঁ

পোশাক ছাড়াও কার্দাঁ ব্র্যান্ডের সুগন্ধী, গয়না, ঘড়ি ও পেন বিশ্ব বাজারে জনপ্রিয়তা লাভ করে।

December 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিঃশ্বাস ত্যাগ করলেন ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিরে কার্দাঁ। বয়স হয়েছিল ৯৮ বছর। পোশাকের ডিজাইনের জন্য তিনি খ্যাতি লাভ করেন। ইতালির একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন কার্দাঁ। পরে তাঁরা সপরিবারে ফ্রান্সে চলে আসেন। ফ্যাশনের সুপারস্টার হয়ে ওঠেন। ১৭ বছর বয়সে এক জন দর্জির কাছে কাজ শিখতে শুরু করেন। মহিলাদের পোশাক তৈরিতে তাঁর দক্ষতা ছিল উল্লেখযোগ্য। ১৯৫০ সালে তিনি নিজের নামের ফ্যাশন ব্র্যান্ড বাজারে আনেন। পোশাক ছাড়াও কার্দাঁ ব্র্যান্ডের সুগন্ধী, গয়না, ঘড়ি ও পেন বিশ্ব বাজারে জনপ্রিয়তা লাভ করে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen