নিউ মার্কেটের সংস্কার – যাদবপুরের পরামর্শ চাইল কলকাতা পুরসভা
নিউ মার্কেটের (New Market) পুরনো অংশের হাল ফেরাতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দ্বারস্থ কলকাতা পুরসভা (KMC)। হেরিটেজ বিল্ডিং, ফলে সেখানে কীভাবে সংস্কার করা যায়, কী ধরনের কাজ করা যেতে পারে, সেই সব বিষয়ে যাদবপুরের কাছে পরামর্শ চেয়েছেন কর্তৃপক্ষ। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী পদক্ষেপ।
কলকাতা পুরসভার মার্কেট বিভাগ সূত্রে খবর, শতাব্দীপ্রাচীন এই বাজারের হাল ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ মার্কেট বা হগ মার্কেটের ভিতরে ছাদ, আলো সহ নানা ধরনের মেরামতির কাজ হয়েছে। এর আগে রাজ্য সরকারের থেকে পাওয়া ১ কোটি টাকায় বিভিন্ন মেরামতির কাজ হয়েছে। কিন্তু, সার্বিকভাবে ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এই ইমারতের আমূল সংস্কার করতে গেলে, সেটা কোন পথে করা যায়, সেই বিষয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসক বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত পাস হয়েছে। মাস তিনেকের মধ্যেই রিপোর্ট হাতে আসার সম্ভাবনা।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার বাজার বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য আমিরুদ্দিন বলেন, ওদের থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই আমরা একাধিক মেরামতির কাজ করেছি। এই মুহূর্তে ওদের কাজ কী অবস্থায় রয়েছে, তা জানতে নতুন বছরের শুরুতেই ফের খোঁজ নেব।
সম্প্রতি ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে খোদ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে নিউ মার্কেটের বেহাল দশা জানিয়ে ফোন করেছিলেন এক বিদেশি। সেই লন্ডনবাসীর অভিযোগ, জৌলুস হারাচ্ছে নিউ মার্কেট। তাঁকে আশ্বস্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন ফিরহাদ। তিনি বিষয়টি
দেখার জন্য মার্কেট বিভাগকে নির্দেশ দেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কনসালটেন্সি নিয়োগ করা হয়েছে। ওরা একটা রিপোর্ট দেবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত। যেহেতু হেরিটেজ বিল্ডিং তাই সামগ্রিক সংস্কার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে।
নিউ মার্কেট ঘুরে দেখা গেল অবস্থা যথেষ্ট সঙ্গীন। ক্লক টাওয়ারের ঘড়ি ঠিকঠাক কাজ করছে না, ভিতরে মাছ-মাংস-সব্জি বাজারে খারাপ পরিবেশে, নোংরা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ভিতরে ভাঙাচোরা শৌচালয়। জানালায় কাঠ নেই। দেওয়ালের গায়ে গজিয়ে উঠেছে গাছগাছালি। এমন অবস্থা থেকে ফের নিউ মার্কেটের হারানো জৌলুস ফেরাতে উদ্যোগী কর্তৃপক্ষ।