রাজ্য বিভাগে ফিরে যান

ফের প্যাকেজ ট্যুর চালু হচ্ছে পর্যটন দপ্তরের

December 31, 2020 | 2 min read

করোনা আতঙ্ক কাটিয়ে ফের প্যাকেজ ট্যুর চালু করছে রাজ্য পর্যটনদপ্তর (Department Of Tourism, Government Of West Bengal)। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের আওতায় ওই ট্যুর চালু হচ্ছে। অনলাইনে সেই বুকিংও শুরু হয়ে গিয়েছে।

করোনা সংক্রমণের পর থেকেই রাজ্যের যাবতীয় প্যাকেজ ট্যুর বন্ধ করে দেয় রাজ্য সরকার। বেশ কয়েক মাস তা বন্ধ থাকার পর পর্যটনদপ্তর কলকাতা শহর ঘুরে দেখানোর জন্য বাস সার্ভিস চালু করে। তার নাম দেওয়া হয় কলকাতা কানেক্ট (Kolkata Connect)। ডবল ডেকার বাসের নস্টালজিয়া ফিরিয়ে জমজমাট ভ্রমণের আয়োজন করে পর্যটন উন্নয়ন নিগম। কিন্তু চিরাচরিত প্যাকেজ ট্যুর বলতে যা বোঝায়, তা চালু করা হয়নি এতদিন। নতুন করে আপাতত চারটি প্যাকেজ ঘোষণা করেছে নিগম। 

পর্যটকদের অনেকেই এখনও ঘুরতে যেতে ভয় পাচ্ছেন। করোনা আতঙ্ক তাড়া করে ফিরছে বহু মানুষকে। তাই উত্তরবঙ্গের জন্য যে তিনটি প্যাকেজ চালু করা হয়েছে, সেগুলি মূলত সরকারি অতিথিশালায় থাকার প্যাকেজ। তিনটিই রয়েছে হলংয়ে। এর মধ্যে বাতাবাড়ি ট্যুরিস্ট লজে তিনদিন দু’রাত্রি থাকার জন্য খরচ ৪ হাজার ৮০০ টাকা। হলং তিলোত্তমায় তিনদিন দু’রাত্রি  থাকার খরচও একই। হলং-মূর্তিতে সরকারি অতিথিশালায় তিনদিন দু’রাত্রি  থাকার খরচ  পাঁচ হাজার টাকা। সব ক্ষেত্রেই ব্রেকফাস্ট মিলবে কমপ্লিমেন্টারি।

দক্ষিণবঙ্গের প্যাকেজ ট্যুর হিসেবে একরাত্রি দু’দিনের জন্য গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) নিয়ে যাবে পর্যটন উন্নয়ন নিগম। খরচ আট হাজার টাকা। লাক্সারি বাস ও লঞ্চে চাপিয়ে ওই মেলা দেখাবে রাজ্য। কলকাতা থেকে বাস ছাড়া থেকে শুরু করে কলকাতায় পৌঁছনো পর্যন্ত থাকা ও খাওয়া খরচ ধরা আছে প্যাকেজের মধ্যে। আগামী ১৩ জানুয়ারি কলকাতা থেকে রওনা হবে বাস। ফিরবে ১৪ জানুয়ারি। 

নিগমের কর্তারা বলছেন, পাশাপাশি কলকাতা কানেক্ট বাস সার্ভিসও চালু থাকছে। সকাল ১১টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত ওই শহর ভ্রমণের প্যাকেজের খরচ ১,২৫০ টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে। এর মধ্যে দোতলা বাসে চড়ার পাশাপাশি থাকছে গঙ্গাবক্ষে দুপুরের খাওয়াদাওয়াও। 

সারা বছরই পর্যটন পিপাসুদের জন্য হরেক ট্যুরের আয়োজন করে নিগম। সেই তালিকায় যেমন থাকে পৌষ মেলা বা সুন্দরবন ভ্রমণ, তেমনই থাকে পুজোয় কলকাতা ও রাজ্যের নানা প্রান্তে ঠাকুর দেখার আয়োজন। এবছরের গোড়ার দিকে কয়েকটি ট্যুর প্যাকেজ চালু হলেও, বাকিগুলি আর হয়নি। নিগমকর্তাদের দাবি, তাঁদের এই ঘোষিত প্যাকেজ ট্যুরগুলিতে ভালো সাড়া পড়বে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism Department, #Government of West Bengal

আরো দেখুন