আজ থেকে শুরু ‘পাড়ায় সমাধান’
আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’(Duare Sarkar) কর্মসূচির তৃতীয় পর্যায়। পাশাপাশি শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’(Paray Somadhan) কর্মসূচিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সদ্য ঘোষিত ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই কর্মসূচি শুরুর আগেই স্বাস্থ্যদপ্তর(HealthDept) গ্রামীণ এলাকায় হাসপাতাল(Hospitals) ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে(Health Centres) চিকিৎসক কম থাকার সমস্যা দূর করতে সক্রিয় হল। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তর এব্যাপারে নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, প্রান্তিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসারের শূন্যপদ থাকার প্রসঙ্গ নিয়ে নানা দাবি ওঠে। বিভিন্ন ব্লক, ইউনিটে মেডিক্যাল অফিসারের সংখ্যার ক্ষেত্রে যে অসাম্য রয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এই সমস্যা দূর করতে ব্লক ভিত্তিতে মেডিক্যাল অফিসারদের একটি পুল তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। এই পুল থেকে ওই ব্লকের মধ্যে থাকা গ্রামীণ হাসপাতাল (আর এইচ), ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (বিপিএইচসি) ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) মেডিক্যাল অফিসারদের রোস্টার করে পাঠাতে বলা হয়েছে। রোস্টার করে ব্লকের সর্বত্র মেডিক্যাল অফিসারদের পাঠানোর দায়িত্ব নিতে হবে ব্লক মেডিক্যাল আধিকারিককে (বিএমওএইচ)। প্রতি ব্লকে যে সংখ্যক মেডিক্যাল অফিসার আছেন তাঁদের নিয়ে এই রোস্টার করতে হবে। বেড সহ বা বেডহীন স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিক্যাল অফিসার রাখতে হবে। মেডিক্যাল অফিসারদের কাজের রোস্টার প্রতি স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল প্রভৃতি জায়গায় আগামী ৫ জানুয়ারির মধ্যে যাতে লাগিয়ে দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। রোস্টার দেখেই স্থানীয় মানুষ জানতে পারবেন এলাকার স্বাস্থ্যকেন্দ্রে কবে কোন ডাক্তার থাকবেন।
বিষয়টি মহকুমার স্বাস্থ্য আধিকাররিক দেখভাল করবেন। তাঁকে নোডাল অফিসার করা হয়েছে। কোথাও মেডিক্যাল অফিসারের সঙ্কট থাকলেও অন্য জায়গা থেকে মেডিক্যাল অফিসার অস্থায়ীভাবে পাঠাতে হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিকর্তাকে জানিয়ে এই ব্যবস্থা নিতে হবে।