দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রাজ্যে করোনা টিকাকরণের মহড়া আজ থেকে

January 2, 2021 | < 1 min read

ছবি : ফাইল চিত্র

আজ রাজ্যের(West Bengal) তিনটি জায়গায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন(Corona Vaccine) দেওয়ার ‘ড্রাই রান’(Dry Run) বা মহড়া। জায়গাগুলি হল মধ্যমগ্রাম(Madhyamgram), দত্তাবাদ আরবান প্রাইমারি হেলথ সেন্টার(Dattabad Urban Primary Health Centre) এবং আমডাঙা গ্রামীণ হাসপাতাল(Amdanga Hospital)। সকাল সাড়ে ন’টায় শুরু হচ্ছে ‘ড্রাই রান’। ভ্যাকসিন এলে কী কী পদক্ষেপ মেনে টিকাকরণ হবে, তার প্রতিটি ধাপ মহড়ার মাধ্যমে দেখা হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি ঘরে টিকাকরণের পর্যায়গুলি অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের কাজ করবে চার সদস্যের ভ্যাকসিন টিম। পরবর্তী ধাপে হবে প্রধান কাজ অর্থাৎ টিকা দেওয়া। মহড়া দেবেন ‘ভ্যাকসিনেটর’। অংশ নেবেন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা(Volunteer Health Workers)। বলা বাহুল্য, এদিন মহড়ায় অংশ নেওয়া কোনও স্বাস্থ্যকর্মীই করোনা ভ্যাকসিন বা প্ল্যাসিবো (স্যালাইন জল) পাবেন না।
ভ্যাকসিন আসার পর কী কী ধাপ মেনে টিকাকরণ কর্মসূচি সফলভাবে রূপায়িত হবে, সেগুলিরই মহড়া হবে এদিন। উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তাপসকুমার রায় বলেন, ‘ড্রাই রান’ সুষ্ঠুভাবে করাই লক্ষ্য। সবমিলিয়ে প্রায় ৬০ জন স্বাস্থ্যকর্মী মহড়ায় অংশ নেবেন। এদিকে কলকাতা পুর এলাকার বাসিন্দা আরও এক ব্রিটেন ফেরত যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কল্যাণীর কেন্দ্রীয় প্রতিষ্ঠানে নমুনার আরএনএ পাঠানো হচ্ছে। তবে আইসোলেশন ভেঙে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া তিন বিমানযাত্রীর নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার সারা দেশে ব্রিটেনের নয়া স্ট্রেইনে বেঙ্গালুরুর তিনজন ও হায়দরাবাদের একজন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। দেশে এরকম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। 

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #corona vaccine, #vaccine, #dry run

আরো দেখুন