বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি, মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট
‘বিষ’ হিসাবে ২০২০-র ব্যাখ্যা করেছিলাম আমরা। কে জানত, সদ্যসমাপ্ত বছরটার রেশ ২০২১-এর শুরুতেও থাকবে! নতুন বছরের শুরুতেই বাঙালির জন্য খারাপ খবর। বিসিসিআই(BCCI) সভাপতি(President) বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। শনিবার সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি।
কিছুটা সামলে উঠে প্রায় সঙ্গে সঙ্গেই পরিবারের ডাক্তারকে ফোন করেন সৌরভ(Sourav Ganguly) নিজেই। জানান, তাঁর বুকে হালকা যন্ত্রণা রয়েছে। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিত্সক। ইসিজি-র(ECG) পর দেখা যা,য় মৃদু কার্ডিয়াক মহারাজের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। ড. সরোজ মণ্ডল(Dr Saroj Mondal) ও তাঁর টিম সৌরভের চিকিত্সার দায়িত্বে রয়েছে। জানা যাচ্ছে, মহারাজ আপাতত স্থিতিশীল। ডাক্তারদের সঙ্গে তিনি নিজেই কথা বলছেন। তবে ঠিক কী সমস্যা হয়েছে সেটা ট্রপোনিন টি ও অন্যান্য টেস্ট-এর পরই বিস্তারিত জানা যাবে। স্ট্রেস-এর জন্য নাকি শরীরে আগে থেকে অন্য কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে একাধিক টেস্ট করা হতে পারে সৌরভের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের পর্যবেক্ষণে থাকছে হৃদরোগ বিশেষজ্ঞদের টিম। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে সৌরভের করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হবে কিনা। যদি অ্যাঞ্জিওগ্রাফিতে ব্লকেজ পাওয়া গেলে তবেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে বলে জানা গিয়েছে।