সৌরভের হার্টে বসল স্টেন্ট

এখনও নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি চিকিৎসকদের তরফে।

January 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ক্যাথল্যাবে পর্যবেক্ষণে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছে। তবে তাঁর হার্টে কটি ব্লকেজ রয়েছে বা আরও স্টেন্ট বসানো হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

চিকিৎসকরা বলছেন যা যা ওষুধ দেওয়া হয়ে তাতে সৌরভের স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি চিকিৎসকদের তরফে।

আচমকা জ্ঞান হারানোয় আজ হাসপাতালে ভরতি করতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এদিন সকালে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। বিসিসিআই প্রেসিডেন্ট আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় পরিবার ও ঘনিষ্ঠ মহল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen