কলকাতা বিভাগে ফিরে যান

ভালো আছেন মহারাজ, দেখুন ওনার স্বাস্থ্যের লেটেস্ট আপডেট

January 3, 2021 | 2 min read

উদ্বেগের আর কোনও কারণ নেই! বেশ ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রাতে ঘুমও ভালো হয়েছে। পর্যবেক্ষণে আছেন, তবে পুরোদস্তুর স্বাভাবিক। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শরীরে জ্বর নেই, রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। পাশাপাশিই তাঁরা আরও জানাচ্ছেন যে, রবিবার সকাল অবধি শ্বাসকষ্টেও ভোগেননি বোর্ড প্রেসিডেন্ট।

শনিবার রাতেই কোভিড টেস্ট করা হয় মহারাজের। রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তকূল থেকে ডাক্তারেরা। দক্ষিণ কলকাতার যে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভ, সেখানকার তরফে রবিবার সকালেই একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আপাতত তাঁর শ্বাসকষ্টের কোনও অসুবিধা না থাকার কারণে অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। ইসিজি রিপোর্টেও স্বাভাবিক এসেছে। তবে আগামী দু’দিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে।

শুয়ে থাকার মানুষ তিনি নন! ভারতীয় ক্রিকেটের অন্যতম ব্যস্ত মানুষ তিনি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভের রোজনামচায় ব্যস্ততা ছাড়া দ্বিতীয় আর কোনও সঙ্গী নেই! তাই আচমকা শরীর খারাপ হওয়ায়, হাসপাতালের বেডে শুয়ে থাকতে থাকতে যেন সময় কাটছে না বাংলার মহারাজের। আর সেই বোরডম কাটাতে সকাল থেকেই ডাক্তার-নার্সদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ডাক্তারেরা জানাচ্ছেন, ব্রেক ফাস্টে টোস্ট, কর্নফ্লেক্স আর ছানা খেয়েছেন সৌরভ।

শনিবার সকালে বাড়িতেই শরীরচর্চা করার সময়ে হঠাৎ করে বুকে ও পিঠে ব্যথা অনুভব করেন মহারাজ। শরীরচর্চার সময়ে অচৈতন্য হয়ে পড়তেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। হার্টের রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে তাঁর, ডাক্তারি পরীক্ষার পর এমনই ফল মেলে।

সেই ব্লকেজ ধরা পড়ার পরই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় সৌরভের। একটি স্টেন্ট বসানো হয়। অন্যান্য ধমনীর ব্লকেজ সরাতে আরও ২টি স্টেন্ট বসানো হবে কী না, তা নিয়ে সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দক্ষিণ কলকাতার ওই হাসপাতালের ডাক্তারেরা। তবে সৌরভ যে বেশ ভালো আছেন এবং সর্বোপরি স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তাতে ভক্তকূলের মধ্যে এখন খুশির মেজাজ!

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricketer, #Sourav Ganguly

আরো দেখুন