কলকাতা বিভাগে ফিরে যান

বস্তি-ছোট বাড়ির পাকা ছাদ করতে মিলবে সহজেই অনুমতি

January 3, 2021 | 2 min read

প্রত্যেকের মাথার উপর পাকা ছাদ— বস্তিবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে বঙ্গীয় পুর আইনের বিল্ডিং রুলসে সংশোধনী আনছে রাজ্য। বাদ থাকছে না টালি কিংবা টিনের ছাউনির বাড়ির পুনর্গঠনের নিয়মও। বিল্ডিং ফি-এ ছাড়, ছাদের উপর ঘর করার অনুমতি থেকে শুরু করে একাধিক সুযোগ পাবেন রাজ্যের সমস্ত পুরবাসী। 

আইনের সংশোধনীতে কী থাকছে? বস্তির প্রতিটি বাড়িতে পাকা ছাদ নির্মাণে ছাড়পত্র দেওয়া হবে। বিল্ডিং ফি লাগবে মাত্র ১০০ টাকা। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ছাদের উপর একটি ঘর করার প্রয়োজন পড়লে তারও অনুমতি মিলবে। সে ক্ষেত্রেও প্ল্যান অনুমোদনের ফি ১০০ টাকাই। তাতে শুধু প্রয়োজন স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট। একই সুবিধা মিলবে ছাদহীন ছোট বাড়িতেও। কলকাতা পুরসভা তাদের নিজস্ব আইনে কিছু পরিবর্তন এনে শহরবাসীকে এই সুযোগ দিয়েছে। ইতিমধ্যেই নয়া নিয়মে কাজও শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। উপকার পাচ্ছেন বহু মানুষ। এবার তা চালু হতে চলেছে গোটা রাজ্যে। বিধানসভার পরবর্তী অধিবেশনে বঙ্গীয় পুর আইনের বিল্ডিং রুলসে একটি সংশোধনী আনা হবে। সেটা পাশ হয়ে গেলেই রাজ্যের ১২৪টি পুরসভায় কার্যকর হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

কলকাতা শহরে কয়েক লক্ষ মানুষ বাস করেন বস্তিতে। এখনও বহু বস্তিতেই টালির চাল রয়েছে। পুরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারম্যান হওয়ার পর সেই সব বাড়ির উন্নয়নে উদ্যোগী হন ফিরহাদ। কেউ যদি পাকা ছাদ করতে চান, তাঁকে  করতে অনুমতি দেওয়া হবে। কলকাতার মতোই রাজ্যের বাকি সব পুরসভা এলাকাতেও একই সুবিধা দিতে চায় পুরদপ্তর। যাতে রাজ্যের সমস্ত বস্তিবাসীর বাসস্থানের মানোন্নয়ন ঘটানো যায়। পুরসভার সংশ্লিষ্ট বিভাগে আবেদন করলেই মিলবে অনুমোদন। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে ছাদের উপর একটি ঘর নির্মাণ করারও ছাড়পত্র পাওয়া যাবে। তবে পুরো প্রক্রিয়াটাই নির্ভর করছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপর। তিনি একবার পর্যবেক্ষণ করে দেখে নেবেন—ওই বাড়িতে ছাদ করলে কোন সমস্যা হবে কি না।

বস্তিবাসীর সামগ্রিক উন্নয়নে নানা ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রত্যেক মানুষের মাথার উপর পাকা ছাদ থাকুক। সে কারণেই শহরাঞ্চলে বাংলার বাড়ি প্রকল্প এবং গ্রামে বাংলার আবাস যোজনা প্রকল্প চলছে। এই দুই প্রকল্পে ৩০ লক্ষেরও বেশি বাড়ি  তৈরি হয়েছে রাজ্যে। আগামি মাসে বিধানসভার অধিবেশন বসলে বিল্ডিং রুলসে সংশোধনী আনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে পুরমন্ত্রী বলেন, ‘আমরা চাই বস্তির সকল মানুষই সুন্দরভাবে জীবন-যাপন করুন।  প্রায় প্রতিটি বস্তিতে আলো ও জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাদের মাথার উপর পাকা ছাদ নেই তাদের মাত্র ১০০ টাকার আবেদনে বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দেওয়া হচ্ছে। এখন কলকাতায় শুরু হলেও রাজ্যের বাকি সব পুরসভাতে এবার চালু হয়ে যাবে। অপেক্ষা শুধু সংশোধনী আসার।’

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #KMC

আরো দেখুন