স্বাস্থ্য বিভাগে ফিরে যান

এক ক্লিকেই জেনে নিন নিজের স্বাস্থ্য সম্পর্কে

March 27, 2020 | < 1 min read

এবার অ্যাপই বলে দেবে আপনার স্বাস্থ্যের ‘হাল-চাল’। ডায়বেটিস, ক্যান্সার, হার্টের রোগের কোনও সম্ভাবনা আছে কি? কিডনির কোনও সমস্যা আসন্ন? আপনার ওজন বাড়ছে না তো! সব আপনাকে আগাম জানিয়ে দেবে আপনার মোবাইল অ্যাপ। শুধুমাত্র দিতে হবে কিছু তথ্য আর কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। তারই ভিত্তিতে অ্যাপ দিয়ে দেবে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধছে তার পূর্বাভাস। 

‘প্রোহেলথ’ নামে এমনি এক অ্যাপ নিয়ে এলো অ্যাপলো গ্লেনেগেলস। কিভাবে কাজ করবে অ্যাপটি তার ব্যাখ্যা দিলেন অ্যাপলো হাসপাতালের সিইও রানা দাসগুপ্ত। তিনি জানান, সংগৃহীত তথ্যভাণ্ডারের সঙ্গে কোনও ব্যক্তির ‘প্যারামিটার’ মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা হবে স্কোর শিট। যার ভিত্তিতে সম্ভাব্য অসুস্থতা এড়াতে আগাম চিকিৎসার পরামর্শ দেওয়া যাবে। সুনিশ্চিত করা যাবে সুস্থ ও নিরাপদ জীবন। একজন মেন্টর থাকবেন, যিনি সময় মত রোগীকে মনে করিয়ে দেবেন, কোন টেস্ট করাতে হবে।

চিকিৎসকদের মতে এই প্রোহেলথ অ্যাপটি যেমন রোগের ঝুঁকি কমাবে ঠিক তেমনিই বলে দেবে সুস্থ জীবন যাপনের পথ।যে কেউ এই অ্যাপের আওতাভুক্ত হতে পারবে। শুধু ডাউনলোড করতে হবে ‘আস্ক অ্যাপলো’ অ্যাপটি। সেখানেই রয়েছে ‘প্রো-হেলথ’ বিভাগ। প্রথমে তিন বছরের জন্য নাম নথিভুক্ত করা হবে। 

প্রথম বছরের খরচ ৬ হাজার টাকা, দ্বিতীয় বছরের জন্য ৫ হাজার ও তৃতীয় বছরের জন্য ৪ হাজার। প্রকল্পে নাম লেখালে অ্যাপোলোর টিএমটি ও ইকো পরীক্ষায় ৫০ শতাংশ ও বাকি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Health Tips, #healthylifestyle

আরো দেখুন