কলকাতা বিভাগে ফিরে যান

গত পাঁচ বছর মেডিক্যাল চেক-আপ করাননি সৌরভ!

January 5, 2021 | < 1 min read

বয়স ৪০ পেরলেই প্রতি ছ’মাস অন্তর বিভিন্ন রোগ ও রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। কিন্তু তা শোনেননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। গত পাঁচ বছরে তাঁর কোনও মেডিক্যাল টেস্ট বা চেক-আপই হয়নি! আপাতদৃষ্টিতে ‘ফিট’ মনে হওয়া মহারাজের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে গিয়ে এমন চমকপ্রদ তথ্য জানতে পেরেছেন চিকিৎসকরা।

হৃদরোগে আক্রান্ত সৌরভের লাইফস্টাইল ও তাঁর পুরনো রোগের ইতিহাস সম্পর্কে পরিবারের কাছে খোঁজখবর নিয়েছিলেন মেডিক্যাল বোর্ডের (Medical Board) সদস্যরা। তখনই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। কিন্তু প্রশ্ন হল, তাঁর পরিবারের যেখানে হৃদরোগের পূর্ব ইতিহাস রয়েছে, তাহলে সৌরভ কেন আরও সতর্ক হলেন না? মেডিক্যাল বোর্ডের সদস্য বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সুনীল বরণ রায় বলেন, ‘উনি বাংলা তথা দেশের গৌরব। কিন্তু নিজের শরীর সম্পর্কে তাঁর আরও সচেতন হওয়া উচিত ছিল। আমরা জানতে পেরেছি, গত পাঁচ বছরে সৌরভ কোনও পরীক্ষাই করাননি।’ প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভের লিপিড প্রোফাইল পরীক্ষা হয়। তাতে দেখা যায়, মহারাজের টোটাল কোলেস্টেরলের পরিমাপ ৩০০। ট্রাইগ্লিসারাইডস ৩৭০’এর কাছাকাছি। অথচ তা নিয়ন্ত্রণের জন্য তিনি কোনও ওষুধ খেতেন না। এদিকে, অসুস্থ বোর্ড সভাপতিকে দেখতে সোমবার হাসপাতালে যান সচিব জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পাশাপাশি সন্ধ্যায় ইডেন পরিদর্শন করেন বোর্ড সচিব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Sourav Ganguly

আরো দেখুন