হাসিমারার কালী মন্দিরে পুজো দিলেন অভিষেক
হাসিমারার তোর্ষা নদী সেতু সংলগ্ন কালী মন্দিরে মঙ্গলবার পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং ডায়মন্ডহারবার লোকসভা আসনের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন বেলা প্রায় সাড়ে বারোটা নাগাদ অভিষেকের কনভয় মন্দিরের সামনে এসে দাঁড়ায়। এরপর পুজো দিয়ে বেলা দেড়টা নাগাদ আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওনা দেন তিনি।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, ‘মন্দিরের সংস্কার ও মন্দির সংলগ্ন তোর্ষা নদীর পাড়ে স্থায়ী শ্মশানঘাট নির্মাণের দাবিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়েছে।’ তৃণমূলের (Trinamool Congress) আলিপুরদুয়ার জেলা কো-অর্ডিনেটর পাশাং লামা বলেন, ‘এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই সেখানে বিশেষ পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়েছে।’
অন্যদিকে, এদিন মন্দির চত্বরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তৃণমূলের তরফে অভিষেককে সম্মান জানিয়ে উত্তরীয় পরানো হয়। জেলা কো-অর্ডিনেটর পাশাং লামা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সৌরভ চক্রবর্তী, কালচিনি ব্লক সভাপতি গণেশ মাহালি সহ দলের ব্লক ও জেলা নেতৃত্বরা।