জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে চালু হল আইসিইউ
মঙ্গলবার জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ১০ বেডের আইসিইউ পরিষেবার উদ্বোধন হল। হাসপাতালের সাততলায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই ইউনিট গড়ে তোলা হয়েছে। আগামিদিনে আইসিইউয়ের পাশেই ১০ বেডের একটি সিসিইউ খোলা হবে বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।
এদিন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির মিটিং হয়। সেখানে জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু করা, হাসপাতালকে সাজিয়ে তোলা সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুপার স্পেশালিটিতে আইসিইউয়ের উদ্বোধন করেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় নিযুক্ত ওএসডি ডাঃ সুশান্তকুমার রায়।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলা হাসপাতালে ১২ বেডের একটি আইসিইউ আগে থেকেই রয়েছে। কিন্তু চাহিদা অনুসারে সেটি পর্যাপ্ত না হওয়ায় আরও আইসিইউয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সুপার স্পেশালিটি ভবনে কোনও আইসিইউ ছিল না। জেলায় সেখানেই সরকারি উদ্যোগে দ্বিতীয় আইসিইউ পরিষেবা চালু হয় এদিন। জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তাদের দাবি, এর ফলে জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবে। ওএসডি সুশান্তবাবু বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে আইসিইউয়ের এদিন উদ্বোধন করা হয়। মোট ২০ বেডের আইসিইউ করা হবে। তারমধ্যে আধুনিক সরাঞ্জাম সহ এদিন ১০টি বেড বিশিষ্ট আইসিইউ পরিষেবা আমরা এদিন চালু করতে পারলাম। বেশকিছু অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে।
চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন বলেন, জেলা হাসপাতালের ১০০ বছর পূর্তি আমরা পালন করব। তারআগে প্রতিষ্ঠা দিবসের বিষয়টি নিয়ে মিটিং হবে। জেলা হাসপাতালে পানীয় জল, বিদ্যুতের কাজ নিয়ে রোগীকল্যাণ সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু করা হবে। জলপাইগুড়ি জেলায় কোনও রোগীকে আইসিইউতে ভর্তি করতে হলে একসময় শিলিগুড়ি নিয়ে যেতে হতো অথবা স্থানীয় কোনও নার্সিংহোমে ভর্তি করতে হতো। এই সমস্যা দূর করতে একসময় জলপাইগুড়ি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে শহরের বাইরে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়। কিন্তু সেখানে এতদিন আইসিসিইউ পরিষেবা ছিল না। এই নয়া হাসপাতালে কোনও রোগীর আইসিইউ পরিষেবা প্রদান করতে হলে চিকিৎসকদের সমস্যায় পড়তে হয়। জেলা হাসপাতালের আইসিইউতে বেড ফাঁকা আছে কি না দেখতে হয়। সেখানে ফাঁকা থাকলে রোগীকে রেফার করতে হয় নয়তো শিলিগুড়িতে রেফার করা হয়। সেই সমস্যা দূর করতেই সুপার স্পেশালিটি হাসপাতালে একটি আইসিইউ গড়ে তোলার দাবি দীর্ঘদিন ধরে ছিল। আইসিইউতে পর্যাপ্ত বেড না থাকার কারণে জেলার দূরদূরান্তের রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে এতদিন যেতে হচ্ছিল। মুমূর্ষুকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যেতে অনেক সময় রোগীর অবস্থা সঙ্কটাপন্নও হয়। এবার এটি চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই দূর হল। এদিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হলে রক্ত থেকে বিভিন্ন উপাদান বের করে প্রয়োজন অনুসারে ব্যবহার করা যাবে।