ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে ৯.০৬ শতাংশ, ৬ মাসে সর্বোচ্চ

গত মাসে দেশে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩.৮৭ কোটি, যেখানে নভেম্বরে ছিল ২.৭৪ কোটি। অর্থাৎ ১.১৩ কোটি বেশি।

January 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবারই তাদের প্রকাশিত মাসিক আর্থিক রিপোর্টে ভ্যাকসিনে ছাড়পত্র ও সরকারের দক্ষ হাতে অতিমারি মোকাবিলায় অর্থনীতির সুদিন ফিরছে বলে বড়াই করেছে অর্থ মন্ত্রক (Finance Ministry)। তবে মোদী সরকারের সেই দাবি আদপে কতটা সত্য এবার তা নিয়েই প্রশ্ন তুলে দিল উপদেষ্টা সংস্থা সিএমআই (CMI)। তারা জানিয়েছে, ডিসেম্বরে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৯.০৬ শতাংশ। যা ছ’মাসের মধ্যে সব থেকে বেশি।

সিএমআইই-র হিসেব বলছে, গত মাসে দেশে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩.৮৭ কোটি, যেখানে নভেম্বরে ছিল ২.৭৪ কোটি। অর্থাৎ ১.১৩ কোটি বেশি। বস্তুত, গোটা ডিসেম্বর জুড়ে প্রতি সপ্তাহেই (শেষটি বাদে) ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে তাঁদের সংখ্যা। বেকারত্বের এমন চড়া হার এর আগে দেখা গিয়েছিল জুনে, ১০.১৮ শতাংশ। লকডাউন তখন সবেমাত্র শিথিল হতে শুরু করেছে।

দেশ জুড়ে যখন ফের নতুন উদ্যমে আর্থিক কর্মকাণ্ড শুরু হয়েছে, তখন কর্মসংস্থানের এই বিবর্ণ ছবি দেখে প্রমাদ গুনছেন উপদেষ্টা সংস্থাটির এমডি-সিইও মহেশ ব্যাস। তাঁর দাবি, ‘আরও বেশি দুশ্চিন্তার বিষয় হল, বেকারত্বের হার যখন ফের বাড়ছে, তখন চড়া মূল্যবৃদ্ধির হারও। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় ৭ শতাংশের (খুচরো বাজারে) কাছাকাছি। এটা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলছে। কর্মহীন মানুষের সংখ্যা এতটা বেড়ে যাওয়া অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া নিয়েই উদ্বেগ বাড়াচ্ছে।’



TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen