অন্য দলে যাচ্ছি না, রাজনীতি থেকে বিরতি নিচ্ছি: লক্ষ্মী
‘রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের সবাইকে ধন্যবাদ।’ এভাবেই রাজনীতি ছাড়া নিয়ে সাংবাদিকদের কৌতূহল নিরসন করলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)।
তিনি আরো বললেন, ‘এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরবো। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব। বিধায়ক পদে পূর্ণ সময় থাকব।’
হঠাতই এই ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সে বিষয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়বিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’