‘ভুল কবিতা বলে আর রবীন্দ্রনাথের মতো সেজে বাঙালি হওয়া যাবে না’, মোদিকে আক্রমণ সৌগতর
একুশের নির্বাচনকে টার্গেট করে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের মিটিং-মিছিল থেকে প্রতিপক্ষকে আক্রমণ করছে তৃণমূল ও বিজেপি নেতারা। শনিবারও বিজেপিকে একহাত নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল সাংসদ সৌগত রায়। নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও।
শনিবার রামলীলা ময়দান থেকে করোনার ভ্যাকসিন থেকে কৃষক আইন-বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন ফিরহাদ হাকিম। বলেন, “ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কোনও বিজেপি নেতা এগিয়ে আসেননি। শুধু সমালোচনা করে চলেছেন।” বিজেপি কৃষকদের অধিকার হরণ করছে বলেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, গেরুয়া শিবির জোর করে মিডিয়ার মুখ বন্ধ করাতে চাইছে। অন্যদিকে, বরানগরের সভা থেকে কেন্দ্র ও বিজেপি নেতাদের আক্রমণ করেন সৌগত রায়। লাভ জিহাদ ও গো হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “গো হত্যা বাংলায় বেআইনি নয়। আর তা হতে দেবে না তৃণমূল। লাভ জিহাদ নিয়ে মামলা হয়েছে। তবে সে বিষয়ে এখনও কোনও রায় ঘোষিত হয়নি। বাংলায় ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই চলছে। একুশে মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা কী চান।” এদিন সভা থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দেন সৌগতও।
এরপর তৃণমূল সাংসদ সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বলেন, “দাঁড়ি রেখে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছেন মোদি। এসব করে কোনও লাভ নেই।” মোদির বাংলা কবিতা উচ্চারণে সমস্যা প্রসঙ্গে আলোচনার পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “মোদি বাংলা কবিতা বলছেন, কিন্তু তা ভুল! এভাবে বাঙালি হওয়ার চেষ্টা করছেন। উনি কোনওদিন সঠিকভাবে বাংলায় কবিতা বলতে পারলে তৃণমূলের হয়ে আর সওয়াল করব না।” বিজেপির কেন্দ্রীয় নেতাদের এদিনও ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন সৌগত। ফের অভিযোগ করেন সাধারণ মৃত্যুতেও রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি।