ভোট বুথকর্মীরা করেন, নেতারা নয়: মহুয়া
প্রতিটি বুথে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। দুয়ারে সরকার সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা, বঙ্গধ্বনি যাত্রা প্রভৃতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

ভোট বুথকর্মীরা করেন, নেতারা ভোট করেন না। আপনারাই নেতা তৈরি করেন। কোন নেতা গেল, কোন নেতা এল, সেটা নিয়ে ভাবতে হবে না। সংগঠনের ঊর্ধ্বে কেউ নয়, সংগঠনের গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হবে। দলের হয়ে সবাই একসঙ্গে কাজ করুন। শুক্রবার নবদ্বীপে বুথভিত্তিক কর্মিসভায় একথা বলেন জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। নবদ্বীপ বিধানসভার জোয়ানিয়া ভালুকা, ফকিরডাঙা-ঘোলাপাড়া, মাজদিয়া-পানশিলা, সিএমসিবি, স্বরূপগঞ্জ অঞ্চলের বুথ সভাপতি এবং বুথ কমিটিদের নিয়ে এদিন কর্মিসভা করেন তিনি। নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস ঘোষ বলেন, এদিন জেলা সভাপতি কর্মিসভায় দলীয় কর্মীদের একটাই নির্দেশ দিয়েছেন যে, মানুষের পাশে থেকে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের অভাব অভিযোগ শুনতে হবে, মানুষের খোঁজ নিতে হবে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে হবে। কারা কী পেয়েছেন দেখতে হবে। যাঁরা পাননি, তাঁদের কাছ থেকে খোঁজখবর নিয়ে সমস্ত রকম পরিষেবা তাঁদের পৌঁছে দিতে হবে।
প্রতিটি বুথে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে। দুয়ারে সরকার সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা, বঙ্গধ্বনি যাত্রা প্রভৃতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিটি বুথে তৃণমূলের (Trinamool) জয় চাই। জয়ের ব্যবধান বাড়াতে হবে। স্থানীয় নেতৃত্ব বা কর্মীদের দুর্ব্যবহার যাতে না থাকে সেদিকে নজর দিতে হবে। গত লোকসভা নির্বাচনে নবদ্বীপ বিধানসভা থেকে ৪হাজার ৬০০ ভোটে লিড ছিল জানিয়ে তাপসবাবু বলেন, আগের বিধানসভায় ৪৫ হাজার ভোটে জয়ী হয়েছিলাম। এবার আমরা সেটাও ছাপিয়ে যাব।