রাজ্য বিভাগে ফিরে যান

জমে উঠেছে বহরমপুরের খাদি মেলা

January 10, 2021 | < 1 min read

বহরমপুরের (Berhampur) ব্যারাক স্কোয়ার ময়দানের জমে উঠেছে খাদি মেলা (Khadi Mela)। খাদির সামগ্রী কেনার পাশাপাশি সিউড়ির মোরব্বা, পাঁশকুড়ার চপ বা নদীয়ার পিঠেপুলির স্টলগুলিতেও শহরের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন। লকডাউনের পরে এটাই প্রথম শহরের বড় মেলা। তাই ভালো বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। মালদহ থেকে আসা এক ব্যবসায়ী বলেন, লকডাউনের সময় বাড়িতে বসেই কাটাতে হয়েছে। করোনা পরিস্থিতি এই প্রথম কোনও মেলায় স্টল করেছি। ক্রেতারা নিরাশ করেননি।

প্রসঙ্গত, খাদি মেলার পাশেই শুরু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’ মেলা ও প্রদর্শনী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাতেও শনিবার অনেকেই এসেছিলেন। এই ব্যারাক স্কোয়ারের একপাশে চলতি সপ্তাহে শুরু হবে বইমেলা। সেখানেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Khadi Grameen and Shilpa Board

আরো দেখুন