ফের বিক্ষোভরত কৃষকদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ল হরিয়ানা পুলিশ
ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা গেছে, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

ফের বিক্ষোভকারী কৃষকদের লক্ষ্য করে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ল হরিয়ানা পুলিশ। কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে এদিন কার্নাল জেলার কেমলা গ্রামে প্রচার কর্মসূচি ছিল হরিয়ানার বিজেপি সরকারের। সেখানেই যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। গ্রামে ঢোকার মুখে একটি টোল প্লাজার কাছে তাঁকে বাধা দেন বিক্ষোভকারী কৃষকরা। চাষিদের হঠাতে তাঁদের ওপর জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা গেছে, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
গত নভেম্বরেও একই ঘটনা ঘটেছিল। পঞ্জাব, হরিয়ানার কৃষকদের দিল্লি–যাত্রা আটকাতে সেবারও তাঁদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। ছোড়া হয়েছিল জলকামান, কাঁদানে গ্যাস।
টুইটারে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘খাট্টারজি, যাঁরা আমাদের খাবার দেয়, তাঁদের ভাবাবেগের সঙ্গে খেলা বন্ধ করুন। আইন–শৃঙ্খলার দোহাই দেওয়া বন্ধ করুন। আলোচনা চালাতে চাইলে, যাঁরা দিল্লি সীমানায় বিগত ৪৬ দিন ধরে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে কথা বলুন।’