রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর সুনাম বিপন্ন করেছে বিজেপিঃ তৃণমূল

January 11, 2021 | 2 min read

“বিবেকানন্দের শিকাগোর বক্তৃতার ১২৫ তম বার্ষিকিতে মুখ্যমন্ত্রীকে শিকাগোতে বক্তৃতা দিতে আহ্বান করা হল। অক্সফোর্ডেও ভার্চুয়াল বক্তৃতার জন্যে আহ্বান করা হল। দুবারই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাতিল করা হল অনুষ্ঠান। কারা এসবে কলকাঠি নাড়ছে? যারা দামি জামাকাপড় পরে দেশের মানুষের পয়সায় বিদেশে ঘুরে বেড়ান? মমতা বন্দ্যোপাধ্যায়ের জগতজোড়া সুনাম কি তাদের বিপন্ন করল?” এভাবেই বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)।

তৃণমূল ভবনের (Trinamool Bhavan) সাংবাদিক বৈঠকে তিনি বললেন বাংলা ভাষা এবং বাংলার মনিষীদের সম্মানে মুখ্যমন্ত্রী বহু উদ্যোগ নিয়েছেন।

বিবেকান্দের স্মৃতিতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে এদিন তা তুলে ধরলেন ব্রাত্য বাবু।

বিবেকানন্দকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উদ্যোগ নিয়েছেনঃ

  • প্রতি বছর স্বামীজির জন্মদিনে রাজ্যে বিবেক চেতনা উৎসব পালিত হয়।
  • ১১ই সেপ্টেম্বরকে সম্প্রীতি দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
  • মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রেলমন্ত্রী হিসাবে বিবেক এক্সপ্রেস শুরু করেছিলেন।
  • রাজারহাটে ‘বিবেকতীর্থ’গড়ে উঠছে।
  • স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার নাম মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
  • স্বামী বিবেকানন্দের মেরিট কাম মিন্স বৃত্তির অধীনে, অর্থনৈতিক ভাবে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের তাদের কোর্সের উপর নির্ভর করে মাসিক ন্যূনতম ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৮০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।
  • দক্ষিণেশ্বরের কালী বাড়ির সঙ্গে রেলস্টেশনের সংযোগকারী স্কাইওয়াক তৈরি করা হয়েছে, এটির নামকরণকরাহয়েছেদক্ষিণেশ্বররাশমণিস্কাইওয়াক
  • রামকৃষ্ণ এবং সারদা মিশন চালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে স্বশাসন এর ক্ষমতা এবং বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
  • রামকৃষ্ণ মিশন দ্বারা গঠিত হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশাল সায়েন্সেসকে মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছেন ‘বিবেকতীর্থ’।
  • স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) পৈত্রিক বাড়ি ও তার সংলগ্ন অঞ্চল অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • ৩০ কোটি টাকা ব্যায়ে বাগবাজারে মায়ের বাড়ির সংস্কার করা হয়েছে।
  • বাগ বাজারে ভগিনী নিবেদিতা রবাড়ি অধিগ্রহণ করে হেরিটেজ তকমা দিয়ে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • দুই কোটি টাকা ব্যায়ে ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিঙের রায় ভিলার সংস্কার করে তুলে দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের হাতে।
  • যুবভারতী ক্রীড়াঙ্গনের নামবদলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন রাখা হয়েছে।
  • স্বনির্ভর দপ্তরের স্বনির্ভর প্রকল্পের নাম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প রাখা হয়েছে।
  • রাজ্য বিধানসভায় দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিলপাস করা হয়েছে – সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (বিলপাশহয়েছে২০১৭সালে) এবং স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় (বিল পাশ হয়েছে ২০১৯ সালে)।
TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Bratya Basu, #Trinamool Bhavan

আরো দেখুন