টিকাকরণের জন্যে সম্পূর্ন রুপে প্রস্তুত রাজ্যঃ মুখ্যমন্ত্রী
সোমবার ভ্যাক্সিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য যে টিকাকরণের (Vaccination) জন্যে সম্পূর্নভাবে প্রস্তুত সে বিষয়ে এদিন প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাজ্য যে ভ্যাকসিন রাখার সমস্ত ব্যবস্থা এবং ৯৪১ টি কোল্ড চেইনের পর্যবেক্ষণও করে ফেলেছে এদিনের বৈঠকে তাও জানান মুখ্যমন্ত্রী।
দেখে নেওয়া যাক টিকাকরণের জন্যে রাজ্যের প্রস্তুতির বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রীঃ
• রাজ্য ইতিমধ্যেই ৪৪,০০০ পেশাদার টিকাদারের সন্ধান করে ফেলেছে। ৪,০০০ –এরও বেশি টিকা প্রদান কেন্দ্রেরও ব্যবস্থা।
• ৫.৮ লক্ষ স্বাস্থ্য কর্মী নাম প্রথম দফার টিকাকরণের জন্যে নথিভুক্ত করা হয়েছে।
• পোর্টালে সেই তথ্য আপলোডও করেছে রাজ্য সরকার।
• প্রথম সারির কোভিড যোদ্ধা যেমন, ২.৫ লক্ষ পুলিশ, ১.২৫ লক্ষ পৌর কর্মীর তথ্যও পোর্টালে আপলোড করা হয়েছে।
প্রথম দফার টিকাকরণের ক্ষেত্রে পরিবহন কর্মীদেরকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন যদি দুই দফার এই টিকাকরণের কর্মসূচীতে মাত্র ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয় তাহলে দেশের বাকি ১২৭ কোটি মানুষের কি হবে?
তিনি এও জানতে চান যে দুই টিকাকে ছাড়পত্র দেওয়ার আগে কেন্দ্র যথেষ্টভাবে বৈজ্ঞানিক উপায়ে নিশ্চিত হয়েছে কি না। কোন পার্শ প্রতিক্রিয়ার আশঙ্কা আছে কি না সে বিষয়েও এদিন নিশ্চিত হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
ডাঃ বিনোদ কে পাল এ বিষয়ে নিশ্চিত করেন মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী আরো জানতে চান যে বাকি পর্যায়ের টিকা রাজ্যকে কেন্দ্রের কাছ থেকে কিনতে হবে কি না!