বিনোদন বিভাগে ফিরে যান

হোম কোয়ারেন্টাইন কিভাবে কাটাচ্ছেন সেলেবরা

March 30, 2020 | 2 min read

করোনার আতঙ্কে যখন গোটা বিশ্ব উত্তাল, তখন গৃহবন্দী থাকা অবস্থায় সেলেবরা কেউ সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তা দিচ্ছেন, কেউ ঘরের কাজ করছেন, কেউ বা রান্না কেউ শরীরচর্চায় ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি ঘরের কাজেও তাঁরা যে কম যান না, তাও দেখা যাচ্ছে তাঁদের সাম্প্রতিক পোস্টে।

মিমি চক্রবর্তী: বাড়ির রান্নাঘরে ঢুকতে মানা। কিন্তু ফিট থাকাও চাই। তাই ব্যালকনিতে বসেই ‘হার্বাল টি’ বানিয়ে ফেললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই রেসিপি

নুসরত: রান্নাবান্না করেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী নুসরত পাশাপাশি সবাইকে সচেতনও করেছেন তিনি। ইনস্টাগ্রামে দেখুন সেই ভিডিও

শ্রাবন্তী: কোয়ারেন্টাইন সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন

https://www.instagram.com/p/B-K6RfsBthU/

পাওলি দাম: রান্নাবান্না নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী, পাশাপাশি বাড়িতেই জিম করছেন। দেখুন সেই পোস্ট

মধুমিতা সরকার: লকডাউনের সময়টা মা-কে ডেডিকেট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এক দিকে যেমন মায়ের সঙ্গে সময় কাটাতে পারছেন, তেমনি শুরু করেছেন ফিল্ম নিয়ে নানা বই পড়া। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি

অঙ্কুশ-ঐন্দ্রিলা: হঠাৎ পাওয়া কর্মবিরতিতে আপাতত বাড়িতেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশের বাইপাসের বাড়িতেই কখনও ইন্ডোর গেম খেলে আবার কখনও বা একসঙ্গে সিনেমা দেখে দিন কাটছে তাঁদের। ইনস্টাগ্রামে সেই ভালবাসা মাখা মুহূর্ত ভাগও করে নিচ্ছেন অনুরাগীদের জন্য। দেখুন সেই পোস্ট

সুদীপ্তা চক্রবর্তী: সুদীপ্তা চক্রবর্তীর কন্যা শাহিদা নীরার নার্সারির নতুন ক্লাস শুরু হওয়ার কথা ছিল শিগগিরই, তার আগেই স্কুল বন্ধ। সাড়ে চার বছরের শাহিদা বাড়িতে বন্দি আপাতত। মেয়েকে সুন্দরকে করে সাজিয়ে নাচের ভিডিও করছেন। ফেসবুকে দেখুন সেই ভিডিও 

https://m.facebook.com/story.php?story_fbid=3088977384445874&id=100000009274639

কনীনিকা চক্রবর্তী: অভিনেত্রী কনীনিকা চক্রবর্তী ফেসবুকে পোস্ট করেছেন বিকেলের চা জলখাবারের ছবি. দেখুন সেই পোস্ট

https://www.facebook.com/koneenica.banerjee/posts/10158246260073506

বিদীপ্তা চক্রবর্তী: বিরসা দাশগুপ্ত এবং বিদীপ্তা চক্রবর্তীর বাড়িতে এক নয়, দুটো দস্যি, মেঘলা আর ইদা। বিরসা বলছিলেন, ‘‘পাগল পাগল লাগছে। বড়টাকে (মেঘলা) বাড়িতে আটকে রাখাই দায়। আর ছোটজন (ইদা) তো কী করবে, কী করবে-না ভেবে পাচ্ছে না। বিদীপ্তাকে যেহেতু বাড়িতে পায় না, তাই এখন সারাক্ষণ মা-মা করে যাচ্ছে। মোবাইল, ল্যাপটপ, টিভি এ সবের সঙ্গে নাচ-গানও চলছে।’’ 

তবে বিরসা কিন্তু মেয়ের এই মধুর অত্যাচার উপভোগই করছেন, ‘‘সব খারাপের মধ্যেও কিছু ভাল থাকে। বাড়ির সকলে একসঙ্গে থাকছি সারাক্ষণ, এটাই বা কম কী!’’

পরমব্রত চট্টোপাধ্যায়: বাড়িতে বসে কোয়ারেন্টাইন সেলফি আর নিজের গিটার বাজানোর ভিডিও পোস্ট করেছেন তিনি। দেখুন সেই ভিডিও

গৌরব চক্রবর্তী: অভিনেতা গৌরব চক্রবর্তী গান গেয়ে কাটাচ্ছেন হোম কোয়ারেন্টাইন। দেখুন সেই ভিডিও

https://www.facebook.com/iGauravChakrabarty/videos/237717327629038/

নচিকেতা: করোনা ও লকডাউন নিয়ে নতুন গান বেঁধেছেন নচিকেতা। শুনুন সেই গান

https://www.facebook.com/aminachiketa/videos/2659483720950819/

রাজ চক্রবর্তী: হোম আইসোলেশনে থাকার সময় সকলকে সচেতনতার বার্তা দিলেন অভিনেতা। দেখুন সেই ভিডিও

https://www.facebook.com/iamrajchoco/videos/590168981710796/
TwitterFacebookWhatsAppEmailShare

#celebrity, #quarantine

আরো দেখুন