মুম্বইয়ের ‘চাঁদ’ উৎসর্গ করা হল ইসরোকে!
Authored By:
মুম্বইয়ে ওরলিতে নেহরু প্ল্যানেটোরিয়াম দিয়ে যাওয়ার সময়ই চমকে যাচ্ছেন পথচারীরা। সবার চোখ প্ল্যানেটোরিয়ামের ছাদে থাকা ‘চাঁদ’-এ।চাঁদে মজে মুম্বাইবাসী।
মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে তথাকথিত সাফল্য না পেলেও ইসরোর চন্দ্রযান মিশন প্রশংসিত হয়েছে বিশ্বের বিজ্ঞানী মহলে।ইসরোকে শুভেচ্ছা জানাতেই এই চাঁদ নির্মিত হয়েছে ।প্ল্যানেটোরিয়ামের মাথায় তৈরি করা গম্বুজ, যা দেখতে অবিকল চাঁদের মতো।
এই গম্বুজের ব্যাস ২৫.৬ মিটার। এই গম্বুজ তৈরির নক্সা করেছেন বিখ্যাত শিল্পী গুল মহম্মদ বুখারি। এই কাজে তাঁকে সাহায্য করেছেন কাদারি আলামিয়া ও মুনির আব্দুল রসুল বুখারি।
আরও খুশির খবর একদম বিনামুল্যে এই চাঁদ দর্শন হবে দেশবাসীর।প্রত্যেকদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা অবধি বিনা পয়সায় এটি দেখতে পারবেন দর্শকরা।