ফের ঝুপড়িতে আগুন! এবার নিউটাউনে

টিন-বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরে আগুন লাগে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

January 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও কলকাতার ঝুপড়িতে আগুন লাগল। বাগবাজারের পর এবার আগুনের গ্রাসে পড়ল নিউটাউনের (Newtown) শুলংগুড়ি। টিন-বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরে আগুন লাগে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তবে, সরু রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে খানিকটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন এখন অনকেটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়দের একাংশও।

উল্লেখ্য, বুধবার কলকাতার বাগবাজার এলাকায় ভয়াবহ আগুন লাগে। ঘণ্টাখানেকের দাউদাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বস্তি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে ১২২ বছরের স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত ‘উদ্বোধন’ পত্রিকার অফিস ক্ষতিগ্রস্ত হয়। শেষমেশ, ২৭টি ইঞ্জিনের চেষ্টায় বিধ্বংসী আগুনকে আয়ত্তে আনে দমকল।

নতুন বছরের শুরুতে বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ফের এদিন নিউটাউনের ঝুপড়িতে যেভাবে আগুন লাগল, তাতে শহরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen