রাজ্য বিভাগে ফিরে যান

এক মাসে দেওয়া হয়েছে ১০ লক্ষের বেশি জাতি শংসাপত্রঃ সৌজন্যে দুয়ারে সরকার

January 15, 2021 | < 1 min read

ডিসেম্বর মাসে শুরু হয় রাজ্য সরকারের অভূতপূর্ব কর্মসূচি দুয়ারে সরকার। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের প্রতিটি প্রান্তে সরকারের মূলত ১২টি জনমুখী প্রকল্পকে পৌঁছে দেওয়া।

এর মধ্যেই তৃণমূল ভবন (Trinamool) থেকে প্রায় প্রতিদিন তুলে ধরা হচ্ছে মোট কত মানুষ এই প্রকল্পগুলি নিতে সরকারি শিবিরে এসেছেন, কত মানুষ এই প্রকল্পে উপকৃত হয়েছেন ইত্যাদি। ইতিমধ্যেই প্রায় পৌনে দুকোটি মানুষ এই শিবিরগুলিতে উপস্থিত হয়েছেন।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই কর্মসূচির এক অন্য সাফল্যের কথা তুলে ধরেন। এই অভিযানের মাধ্যমে একমাসের কম সময়ে তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের ১০ লক্ষেরও বেশি জাতি শংসাপত্র বিতরণ করা হয়েছে।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে এই সাফল্যের কথা তুলে ধরেন। তিনি লেখেন, সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের #DuareSarkar কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল কর্মীদের আমার অসংখ্য ধন্যবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar

আরো দেখুন