দেশ বিভাগে ফিরে যান

দেশজুড়ে আজ করোনার টিকাকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

January 16, 2021 | 1 min read

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশজুড়ে আজ করোনার টিকাকরণের সূচনা করলেন। আজ দেশের ৩০০০ কেন্দ্রে ভ্যাকসিনের (Covid Vaccine) প্রথম শট দেওয়া হবে। প্রথম সারিতে দাঁড়িয়ে যাঁরা করোনা মোকাবিলা করেছিলেন, তেমন ১০ হাজার স্বাস্থ্যকর্মী ইতিমধ্য়েই টিকা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন ।

দেখে নেওয়া যাক কোভিডের ভ্যাকসিন নিয়ে আজ কী কী বললেন নরেন্দ্র মোদি-

১) ভারতে কী ধরনের প্রতিভা রয়েছে তার জীবন্ত উদাহরণ এই ভ্যাকসিন।

২) টিকাকরণের ক্ষেত্রে ভারত মানবিকতাকেই প্রাধান্য দেয়। অন্যদের আগে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকরা সবার আগে ভ্যাকসিন পাবেন।

৩) কোভিড ভ্যাকসিন প্রস্তুতির জন্য আমরা রাজ্যগুলিতে রাজ্য সরকারের সহযোগিতায় ড্রাই রান ও ট্রায়াল চালিয়েছি।

৪) করোনার দুটো ডোজ নেওয়াই কিন্তু আবশ্যিক। একটা নেওয়ার পরে দ্বিতীয়টা নেব না, এই ভুলটা করবেন না। দ্বিতীয় ডোজ নেওয়ার ২ সপ্তাহ পরে করোনার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তৈরি হবে।

৫) করোনা সঙ্গে যুদ্ধের সময়ে আপনারা যেমন ধৈর্য্য রেখেছিলেন। টিকাকারণের সময়েও তেমন ধৈর্য্য রাখুন।

৬)সারা বিশ্বে মাত্র ৩টি দেশ আছে যেখানে জনসংখ্যা ১৩০ কোটির বেশি। তাই ভারতের টিকাকরণের এই পদ্ধতি অনেক বড়। ভারত প্রথম ধাপেই ৩ কোটি মানুষকে টিকা দিচ্ছে।

৭) নিশ্চিত হয়েই আমাদের বিজ্ঞানীরা টিকা নেওয়ার অনুমতি দিয়েছে। তাই গুজব থেকে দূরে থাকুন।

৮) আমাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে। ট্যাক রেকর্ড থেকেই আমরা এই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি।

৯) করোনার বিরুদ্ধে যুদ্ধে এই ভ্যাকসিন অবশ্যই সফল হবে।

১০) বিদেশি ভ্যাকসিনের থেকে ভারতের টিকার দাম কম। কিছু ভ্যাকসিন রয়েছে যেগুলির একটা ডোজেরই দাম ৫ হাজার টাকা। এগুলি আবার মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।

১১) এই সংকটের সম্মুখীন হতে আমরাকেউ আত্মবিশ্বাস হারাইনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid vaccine, #Narendra Modi, #vaccine

আরো দেখুন