রিপোর্ট আসার আগেই পিজিতে মৃত্যু সন্দেহভাজন করোনা রোগীর
কলকাতায় মৃত্যু হল সন্দেহভাজন করোনা রোগীর। সোমবার বেলা ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। তিনি উত্তর ২৪ পরগনার ধর্মপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার রাতে করোনার সংক্রমণ নিয়ে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তার পর তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। সেই রিপোর্ট আসার আগেই মৃত্যু হল রোগীর।
জানা গিয়েছে, ওই রোগী প্রথমে এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছিল। সেখানেই সোমবার বেলায় তাঁর মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগী রক্তাল্পতায় ভুগছিলেন। কিন্তু করোনার মতো উপসর্গ থাকায় সাবধানতায় খামতি রাখেননি তাঁরা।
ওদিকে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকায় মৃতদেহ আপাতত পরিবারের হাতে দেওয়া যাবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেহটি উপযুক্ত পদ্ধতি মেনে সংরক্ষণ করা আছে বলে জানানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে দেহ WHO-র নির্দেশিকা মেনে সৎকার করা হবে। নেগেটিভ হলে, দেহ পাবে পরিবার।