দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নন্দীগ্রাম আন্দোলনে নিখোঁজ ব্যক্তিদের পরিবার পিছু অনুদান দিলেন মমতা

January 18, 2021 | < 1 min read

নন্দীগ্রাম আন্দোলনে নিখোঁজ হয়েছিলেন অনেকে। এবার সেই মানুষগুলোর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নন্দীগ্রামের তেখালি (Tekhali) বাজার মাঠ সভাস্থলে পৌঁছেই সভা শুরুর আগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। এদিন নন্দীগ্রামে রওনা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‌নন্দীগ্রামে আমি রোজই যাই। আমার মনে নন্দীগ্রাম রোজই থাকে।’‌

এদিন ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্যে তুলে দেওয়ার আগে মমতা বলেন, ‘‌নন্দীগ্রাম আন্দোলন (Nandigram Movement) যখন হয়েছিল তখন প্রায় ১০ জন নিখোঁজ ছিলেন। ১৪ মার্চ অনেকে মারা গিয়েছিলেন। তা ছাড়া নভেম্বর মাসে সূর্যোদয়ের নাম করে ১০ জন মানুষ আজও ফিরে আসেনি। সেই মানুষগুলোর পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে অনুদান দিচ্ছি। আজকের এই মঞ্চ সরকারি মঞ্চ। এই মঞ্চ থেকে ৪ লাখ টাকা করে সরকারি সাহায্যের চেক তুলে দেওয়া হচ্ছে সেই নিখোঁজদের পরিবারের হাতে।’‌

একইসঙ্গে এদিন মমতা ঘোষণা করেন যে শহিদ পরিবারকে মাসিক হাজার টাকা পেনশন দেবে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Mamata Banerjee

আরো দেখুন