তৃণমূলে CAB-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে

তাঁর সঙ্গে আরও ১২৫ জন সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন বলে জানান CAB-র প্রাক্তন সচিব।

January 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একুশের মহারণের মুখে রাজনৈতিক দলে যোগদানের পালা অব্যাহত। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন CAB-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে (Biswarup Dey)। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিলেন বিশ্বরূপ। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম’, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া বিশ্বরূপ দে’র। তাঁর সঙ্গে আরও ১২৫ জন সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন বলে জানান CAB-র প্রাক্তন সচিব।

তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদানের পর এদিন সাংবাদিক বৈঠকে বিশ্বরূপ দে বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের অন্ধভক্ত নই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম। বাংলাকে বাঁচাতে সকলকে একযোগে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আসতে হবে। আজ আমি ছাড়াও আরও ১২৫ জন যোগ দিলেন। সকলেই সাধারণ মানুষ’।

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই লড়াইয়ের বার্তা দিয়েছেন বিশ্বরূপ দে। CAB-র প্রাক্তন সচিব বলেছেন, ‘ইনিংস যখন শুরু করেছি, ম্যাচ জিতিয়েই ছাড়ব। আমি টিম স্পিরিটে বিশ্বাস করি’।

সবিস্তারে আসছে…

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen