রাজ্য বিভাগে ফিরে যান

নন্দীগ্রামে দাঁড়াবেন না শুভেন্দু? ভয় পেয়েছেন দাদা?

January 20, 2021 | < 1 min read

চলতি মাসের ১৮ তারিখ নন্দীগ্রামের সভায় গিয়ে বড় চমক দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন এবার বিধানসভা ভোট লড়বেন নন্দীগ্রাম (Nandigram) থেকে। অর্থাৎ তিনি নিজে প্রার্থী হবেন নন্দীগ্রাম কেন্দ্রের।

তারপর থেকে রাজনৈতিক পারদ তর তর করে চড়তে থাকে। সবাই মনে করতে থাকেন এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম্প কার্ড! মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে লুকোচুরি খেলা বঙ্গ বিজেপির মেঘের আড়াল থেকে যুদ্ধ করা কি দিদি বন্ধ করতেই এই চাল দিলেন! এবার লড়াই কি দাদা বনাম দিদি!

উল্লেখ্য দাদা হলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। মনে করা হচ্ছিল তাঁকে কড়া প্রতিযোগিতা দিতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। রাজনৈতিক মহল এক প্রকার নিশ্চিত ছিল যে নন্দীগ্রাম থেকে বিজেপির হয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারি। এই নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল ছিল রাজ্য রাজনীতি।

আজ সেই জল্পনার একপ্রকার অবসান ঘটালেন শুভেন্দু বাবু নিজে। এক জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকরে তিনি বললেন নন্দীগ্রাম থেকে যেই দাঁড়াক তাঁকে তিনি আড়াই লক্ষ ভোটে জেতাবেন। এতে এটা একরকম পরিষ্কার হয়ে গেল যে তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন না।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারি কি ভয় পেয়ে গেলেন! দিদির মুখোমুখি লড়াইয়ে হার নিশ্চিত জেনে কি নন্দীগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিলেন এই নব্য বিজেপি নেতা!

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Nandigram

আরো দেখুন