সাবধানতার অভাবে বিজেপি শাসিত অসমে নষ্ট ১০০০ ডোজ কোভিশিল্ড!
সকল বিশ্ববাসীর কাছেই এই মুহূর্তে কাঙ্খিত বস্তুটি হল কোভিড ভ্যাকসিন (Covid Vaccine)। যেহেতু এখনও বাজারে বিক্রির জন্য আনা হয়নি তা, তাই ইচ্ছে করলেও নিজের গ্যাটের কড়ি খরচ করে ভ্যাকসিন কিনতে পারবেন না কেউ। কিন্তু এই পরিস্থিতিতেও অজ্ঞানতার কারণে অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নষ্ট হল বহু কোভিড টিকা। সেখানে নষ্ট হয়েছে কোভিশিল্ডের এক হাজার ডোজ। যদিও কর্তৃপক্ষের সাফাই, যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা হয়েছে। জানা গিয়েছে, শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টোরেজ ইউনিটে ১০০ ভায়াল কোভিশিল্ডের হদিশ মেলে। যার মধ্যে কোভিশিল্ডের ১০০০ ডোজ ছিল। যেগুলি হিমাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। ফলে ডোজগুলি আংশিকভাবে জমে যায়। কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়ায় কোভিশিল্ড টিকা।
উল্লেখ্য, ২–৮ ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করার কথা। সরকারিভাবে গাইডলাইন দিয়ে প্রতিটি হাসপাতালকে এই নিয়মের কথা জানানো হয়েছে। কিন্তু তারপরেও কীভাবে ঘটল এমন ঘটনা? হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, ‘আইস লাইনড রেফ্রিজারেটরে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সাধারণত এর তাপমাত্রা ২–৮ ডিগ্রির মধ্যেই রাখা হয়। যদি কখনও এর তাপমাত্রা ২ ডিগ্রির নিচে নেমে যায়, তখন সঙ্গে সঙ্গে আমাদের কাছে মেসেজ যায়। এবার আমাদের টিকাপ্রদানকারীদের কাছে এরকম কোনও মেসেজ আসেনি। হয়তে এটা যান্ত্রিক ত্রুটি।’ তাদের তরফে আরও জানানো হয়েছে, ‘ভ্যাকসিনগুলি রাতে সংরক্ষণ করে রাখা হয়েছিল। রাতারাতি রেফ্রিজারেটরের তাপমাত্রা কমে গিয়ে এই বিপত্তি বাধে।’