ময়নাগুড়ি, ফালাকাটা পুরসভার অনুমোদনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার মুখে কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বানারহাটকে ব্লক ঘোষণার তিন সপ্তাহের মধ্যে আবার উত্তরবঙ্গের জন্যে সুখবর শোনালেন তিনি। বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি ঘোষণা করলেন, ফালাকাটা ও ময়নাগুড়ি পুরসভা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি দুই শহরবাসী। রাজনৈতিক মহলের মতে, মমতা যে ভোটের আগে উত্তরবঙ্গের হাওয়া অনেকটাই ঘুরিয়ে দিচ্ছেন তাতে সন্দেহ নেই।
গত ১৫ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে এসে এক প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি এবং ফালাকাটাকে পুরসভা করার কথা ঘোষণা করেন। এক মাসের মধ্যেই তা বাস্তবে রূপ পেল।
বামফ্রন্ট আমলেও বহুবার ময়নাগুড়ি, ফালাকাটাকে পুরসভা করার দাবি ওঠে। বর্তমান রাজ্যসরকারের আমলে সে দাবি আরো জোরাল হয়। এই নিয়ে এলাকা বাসীর মধ্যে ক্ষোভ ও ছিল। তাই মুখ্যমন্ত্রী এলাকাবাসীর ভাবাবেগকে গুরুত্ব দিতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন।