হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

‘দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন, দল যা কাজ দেবে করব’ অকপট জিতেন্দ্র তিওয়ারি

January 22, 2021 | < 1 min read

গত ১৪ ডিসেম্বর তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আসানসোল পুরনিগমের পদত্যাগী মুখ্য প্রশাসক তথা দলের প্রাক্তন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ১৭ ডিসেম্বর সমস্ত পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র। ওনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই ২৪ ঘন্টার মধ্যে ভোল পাল্টে তৃণমূলেই (Trinamool) থাকার কথা বলেন তিনি। যদিও, পুর-প্রকাশক এবং জেলা সভাপতি – দুই পদই তাকে খোয়াতে হয়েছে।

এবার দলে মূলস্রোতে ফিরতে মরিয়া আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যদিও জিতেন্দ্রবাবুর সাফ কথা তাঁর রাজনৈতিক পরিচয় হল তিনি তৃণমূলের বিধায়ক। দল যা কাজ দেবে সেটা তিনি করবেন। তিনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবার মুখ্যমন্ত্রী হবেন।

তাহলে দল ছাড়লেন কেন? ওনার সাফাই, আবেগী বশে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারও চাপে পড়ে নয়।

রইল জিতেন্দ্র তিওয়ারির একান্ত সাক্ষাৎকার:

TwitterFacebookWhatsAppEmailShare

#Jitendra Tiwari, #Trinamool Congress, #Mamata Banerjee

আরো দেখুন