দেশ বিভাগে ফিরে যান

সংসদে নেতাজি স্মরণ, নেই বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি

January 23, 2021 | < 1 min read

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৫তম জন্মজয়ন্তী। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি। কেন্দ্রীয় সরকার ২৩শে জানুয়ারিকে ঘোষণা করেছে পরাক্রম দিবস(Parakram Diwas) হিসেবে। রাজ্যে, দেশনায়ক দিবস(Deshnayak Divas) হিসেবেই পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী।

প্রথা মেনে আজ সংসদের সেন্ট্রাল হলেও নেতাজির ছবিতে মাল্যদানের কর্মসূচি ছিল। সকাল ১০.৩০টার সময় ছিল এই অনুষ্ঠান। দুর্ভাগ্যের বিষয়, আজকের এই অনুষ্ঠানে বঙ্গ বিজেপির কোনও সাংসদ উপস্থিত ছিলেন না। বিজেপির তরফে শুধু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে ছিলেন রাজ্যসভা সাংসদ আবির রঞ্জন বিশ্বাস।

প্রশ্ন উঠছে, বাংলার বিধানসভা নির্বাচনের আগে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে মরিয়া হয়ে যেভাবে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে বিজেপি, সেই প্রেক্ষিতে সংসদের মাল্যদান অনুষ্ঠানে তাদের অনুপস্থিতি দ্বিচারিতার সমান নয় কি? নেতাজি বাংলা তথা ভারতের এক কৃতী সন্তান। তাঁর স্মরণে অনুষ্ঠান, আর তাতেই অনুপস্থিত বঙ্গ বিজেপির ১৮ জন সাংসদ। এটা কি নেতাজির অবমাননা নয়?

TwitterFacebookWhatsAppEmailShare

#Subhash Chandra Bose, #Parliament, #bjp, #tmc, #Netaji Jayanti, #Tribute

আরো দেখুন