‘সব বেচে দে’ জার্সি, নিউটাউনে বিজেপিকে অভিনব আক্রমণ তৃণমূলের

শনিবার বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে নিউটাউনের রাস্তায় নামেন স্থানীয় যুব তৃণমূলের নেতা-কর্মীরা।

January 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নেতাজির জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী (Narendra Modi) যখন শহরে তখনই বিজেপিকে পরোক্ষভাবে আক্রমণ করল তৃণমূল (Trinamool)। শনিবার বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণের প্রতিবাদে নিউটাউনের রাস্তায় নামেন স্থানীয় যুব তৃণমূলের নেতা-কর্মীরা। সাদা টি-শার্টে বিমান ও রেলের ছবির সঙ্গে লেখা ‘সব বেচে দে’ (Sob beche de T- Shit)। টার্গেট গেরুয়া শিবির। সেই বিশেষ জার্সি পরেই শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এদিন সকালে নিউটাউন ইকোপার্কের ১ নম্বর গেট থেকে গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন অসংখ্য যুবক। স্থানীয় তৃণমূল যুব সভাপতি আফতাব উদ্দিন জানান, ‘সব বেচে দে’ জার্সি পরে আমরা নিয়মিত প্রাতঃভ্রমণ করি। ভবিষ্যতে বিজেপির হাতে দেশ বিক্রি হতে পারে, এই আশঙ্কায় নেতাজির জন্মদিনে ম্যারাথন দৌড়ের মাধ্যমে মোদির বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen