রাজ্য বিভাগে ফিরে যান

জাতীয় শিশুকন্যা দিবসে কন্যাশ্রীর প্রশংসা মমতার

January 24, 2021 | < 1 min read

আজ জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)। কন্যা-সন্তানদের ব্যতিক্রমী সাফল্য উদযাপনের এক বিশেষ দিন আজ। জীবনের বহু ক্ষেত্রেই তাঁদের উৎকর্ষ প্রচেষ্টা সমাজকে গর্বিত করে। কন্যা-সন্তানদের প্রতি বৈষম্যের মনোভাব দূর করা উচিৎ। নিশ্চিত করা উচিৎ তাঁদের জন্যও সমান সুযোগ-সুবিধা। সেই লক্ষ্যেই পালিত হয় এই দিনটি।

জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে আজ টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে ভূয়সী প্রশংসা করেন কন্যাশ্রী প্রকল্পের। তিনি লেখেন, আজ জাতীয় শিশুকন্যা দিবস। বাংলায় কন্যা-সন্তানদের ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প। ২০১৭ সালে জনসেবা বিভাগে রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কারও পেয়েছে এই প্রকল্প। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৬৯ লক্ষ মেয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #National Girl Child Day

আরো দেখুন