উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নবীন ও প্রবীণের সমন্বয়ে তৃণমূলের জেলা কমিটি গঠিত শিলিগুড়িতে

January 24, 2021 | 2 min read

বিধানসভা ভোটের মুখে শিলিগুড়িতে (Siliguri) অসন্তোষ এড়াতে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা কমিটি। কমিটির সভাপতি পদে রঞ্জন সরকারকে রাখা হলেও চেয়ারম্যান পদে আনা হয়েছে তৃণমূলের প্রবীণ মুখ প্রতুল চক্রবর্তীকে। কমিটির স্থায়ী আমন্ত্রিত পদে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে বসানো হয়েছে। শুধু তাই নয়, তিনটি বিধানসভা কেন্দ্রের তিন নেতাকে সভাপতি করার প্রস্তাবও দিয়েছে তৃণমূলের রাজ্য কমিটি। এ নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিধানসভা ভোটের মুখে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতেই এমন কমিটি গঠন করেছে তৃণমূল। দলের জেলা নেতারাও এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

অনেক আগেই দার্জিলিং জেলাকে সাংগঠনিকভাবে দু’ভাগে বিভক্ত করেছে তৃণমূল। পাহাড়ের অংশ নিয়ে রয়েছে দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেস। অপরটি হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)। সমতলের অংশে শিলিগুড়ি মহকুমা রয়েছে। দীর্ঘদিন ধরে সমতলের অংশে তৃণমূলের কোনও জেলা কমিটি ছিল না। শুধুমাত্র দলের জেলা সভাপতি, মুখপাত্র ও দু’জন কো-অর্ডিনেটার দল পরিচালনা করছিলেন। এতে দল পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ। এ জন্য মাসখানেক আগে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের আর্জি জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। কিছুদিন আগে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও একই দাবি উঠেছিল। অবশেষে শনিবার দলের দার্জিলিং জেলা কমিটি (সমতল) ঘষিত হয়েছে। 
দলীয় সূত্রের খবর, এবার ৫৫ জনের জেলা কমিটি হয়েছে। তাতে সভাপতি হিসেবে রয়েছেন রঞ্জনবাবু। এবার এখানে চেয়ারম্যান পদে দলের বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তীকে বসানো হয়েছে। তিনি একদা দলের দার্জিলিং জেলা সভাপতি ছিলেন। তিনি পুরসভার কাউন্সিলারও ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুর্দিনের সঙ্গী হিসেবেও পরিচিত। পাশাপাশি দলের প্রাক্তন সভাপতি পর্যটনমন্ত্রীকে এবার আমন্ত্রিত সদস্য করা হয়েছে। 

এরবাইরে দলের সহ সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে ন’জন, সম্পাদক পদে পাঁচজন রয়েছেন। পর্যটনমন্ত্রী বলেন, আমার সঙ্গে কথা বলেই কমিটি গঠিত হয়েছে। কমিটি ঠিকই আছে। এখন সকলকে ঐক্যবদ্ধভাবে ভোটের জন্য ময়দানে ঝাঁপাতে হবে। 

জেলা কমিটির পাশাপাশি টাউন ও ব্লক কমিটিগুলিও গঠিত হয়েছে। দলীয় সূত্রের খবর, শিলিগুড়ি শহরের তিনটি টাউন কমিটির সভাপতিরাও অপরিবর্তিত। অধিকাংশ ব্লক কমিটির সভাপতিও অপরিবর্তিত রয়েছেন। কেবলমাত্র তিন নম্বর টাউন কমিটিতে একজনকে চেয়ারম্যান করা হয়েছে। আর মাটিগাড়া-১ ব্লক কমিটির সভাপতি পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে ব্লকস্তরে কিছু নেতা-কর্মীর মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। ক্ষুব্ধদের অভিযোগ, সর্বক্ষণ দলের কাজে যুক্ত অনেককে যোগ্যপদে রাখা হয়নি। দলের জেলা সভাপতি (সমতল) অবশ্য বলেন, নতুন ও পুরনো সকলকে নিয়েই কমিটি গঠন করেছে রাজ্য কমিটি। নতুন কমিটি নিয়ে দলের কোথাও কোনও সমস্যা নেই। 
একইসঙ্গে শিলিগুড়ি বিধানসভা কমিটির সভাপতি হিসেবে নাণ্টু পাল, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের সভাপতি হিসেবে প্রবীর রায় ও ফাঁসিদেওয়ার কেন্দ্রের সভাপতি হিসেবে ছোটন কিসকুর নাম প্রস্তাব করা হয়েছে। দলের জেলা সভাপতি বলেন, দলে আলোচনা করে এই প্রস্তব চূড়ান্ত করা হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #siliguri

আরো দেখুন