আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়

বিবার সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ বোধ করেন অরূপ রায়।

January 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে তিনি কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভরতি। জানা গিয়েছে, রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ বোধ করেন অরূপ রায়। চিকিৎসকরা তাঁকে প্রাথমিক পরীক্ষা করার পর হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে রাজ্যের মন্ত্রী তথা হাওড়া টাউনের তৃণমূল সভাপতির শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

পরিবার সূত্রে খবর, ষাটোর্ধ্ব অরূপ রায়ের হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর উপর। সেসবের জেরেই হয়ত আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। শুরু হয় একাধিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে  অসুস্থ হওয়ায় বাধ্যতামূলকভাবে তাঁরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen