লকডাউনে জীবনদায়ী ওষুধ সরবরাহ করছেন এই গুড স্যামারিটানরা
করোনার আতঙ্কে গোটা দেশজুড়ে লকডাউন। ব্যতিক্রম নয় এ রাজ্যও। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দেখা এখনও পর্যন্ত মিললেও এরই মধ্যে চারিদিকে শুরু হয়েছে ওষুধের আকাল। আবার ওষুধ পাওয়া গেলেও তা নিয়ে যাওয়ার ব্যবস্থা কোথায়? ট্রেন, বাসের চাকা যে স্তব্ধ। যার ফলে বিপাকে পড়ছেন বহু মানুষ।
সমস্যায় পড়েছেন বিশেষত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষ। জীবনদায়ী ওষুধের উপর নির্ভর করতে হয় যাদের, কলকাতা থেকে তারা ওষুধ পাবেন কী করে? তাদের কথা ভেবেই এগিয়ে এসেছেন রায়গঞ্জের কৌশিক চক্রবর্তী ( ফোন নম্বর: ৯৪৩৪১৪৪৭২৭) নামের এক ব্যক্তি। ফেসবুকের বিভিন্ন গ্ৰুপের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি তৈরি করছেন ‘টিম’, যাঁরা সুযোগসুবিধা মতো পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষগুলোর কাছে ওষুধের প্যাকেট। রায়গঞ্জ, মালদা-সহ বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে জীবনদায়ী ওষুধ।
সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিটি জেলার স্বেচ্ছাসেবকদের নম্বরও দিয়ে দিয়েছেন কৌশিক বাবু। শুধু এই লকডাউনের সময় নয়, সারা বছরই নানা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন কৌশিক বাবু।