উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের তিন শতাধিক প্রাক্তন কেএলও’কে চাকরি

January 25, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তিন শতাধিক প্রাক্তন কেএলও(কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন)-কে পুলিশের স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা হল। সোমবার জলপাইগুড়ি জেলায় ১২৭ জনকে নিয়োগ করা হয়। প্রাক্তন কেএলও-রা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তাঁর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।

বাম আমলে পৃথক কামতাপুর রাজ্য, পৃথক ভাষার দাবিতে উত্তরবঙ্গে আন্দোলনে শামিল হয়েছিলেন কেএলও-রা। দীর্ঘ আন্দোলনের পর বাম আমলেই তাঁরা আদালতে জামিন পেয়ে মূলস্রোতে ফেরেন। কিন্তু বিকল্প কর্মসস্থানের দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁদের আন্দোলন চলছিল। এর আগেও দুই শতাধিক প্রাক্তন কেএলও (KLO) পুলিশে চাকরি পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#KLO, #Mamata Banerjee

আরো দেখুন