দেশ বিভাগে ফিরে যান

পদ্ম সম্মানের তালিকায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রভাব?

January 26, 2021 | < 1 min read

প্রজাতন্ত্র দিবসের আগে প্রতি বছর পদ্ম সম্মান প্রাপকের তালিকা প্রকাশ করে ভারত সরকার। এবারও তার অন্যথা হল না। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে ২০২১–এর পদ্ম সম্মান প্রাপকের তালিকা। এ বছর পদ্মবিভূষণ প্রাপকের সংখ্যা ৭। ১০ জন পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। পদ্মশ্রী প্রাপক ১০২ জন। এবার পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পুরস্কার বাংলার ঝুলিতে না এলেও পদ্মশ্রী–তে ভূষিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সাত বাঙালি।

উল্লেখযোগ্য বিষয় হল, রাজয়ওয়ারী তালিকা দেখলে সামনে আসে চমকপ্রদ তথ্য। এবছর যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি পুরস্কার প্রাপক রয়েছে সেগুলি হল

তামিলনাড়ু- ১১ (সর্বোচ্চ)
আসাম- ৯
পশ্চিমবঙ্গ- ৭
কেরালা- ৬

এই প্রত্যেকটি রাজ্যে আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) আছে। তাহলে কি পদ্ম পুরস্কারের মাধ্যমে ভোটের রাজনীতি করছে কেন্দ্র? এই বিষয়টি আরও প্রকট হয় পশ্চিমবঙ্গের তালিকা দেখলে।

শিল্পজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ও শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাককে ‘‌পদ্মশ্রী’‌ সম্মান দিচ্ছে ভারত সরকার। খেলাধুলো বিভাগে পশ্চিমবঙ্গ থেকে ‘‌পদ্মশ্রী’‌–তে ভূষিত হলেন অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। এবং সামাজিক কাজে নিজের ছাপ ফেলে ‘‌পদ্মশ্রী’ পাচ্ছেন সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন।

সাহিত্য ও শিক্ষায় ‘‌পদ্মশ্রী’‌ পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখে কামতারত্ন হিসেবে পরিচিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অশীতিপর শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় তাঁর ‘‌সদাই ফকিরের পাঠাশালা’‌র জন্য পরিচিত। বছরে দু’‌টাকা দক্ষিণায় ৩০০–রও বেশি পড়ুয়াকে পড়ান তিনি।

একদিকে রাজবংশী শিক্ষাকর্মী, অন্যদিকে নদিয়ার তাঁতকর্মী। সাঁতালি গুরুমা থেকে বর্ধমানের শিক্ষক। পুরস্কার প্রাপকেরা সকলেই এমন জেলার যেখান থেকে বিধানসভায় ভোট পাওয়ার আশা করছে বিজেপি। উত্তরবঙ্গে রাজবংশীদের ভোটব্যাংক কিংনা নদিয়ার মতুয়া সম্প্রদায় – ভোট বৈতরণী পেরোতে খুব জরুরি এদের সমর্থন। অন্যদিকে প্রবীণ কার্টুনিস্টকে সম্মানিত করে বাংলার বুদ্ধিজীবিদের মন জয় করতে চাইছে বিজেপি?

দেশের সর্বোচ্চ এই সম্মান নিয়ে এই রাজনীতি কি পুরস্কারের গরিমা কিছুটা হলেও কালিমালিপ্ত করছে না?

TwitterFacebookWhatsAppEmailShare

#padmashri, #West Bengal Election 2021

আরো দেখুন