বিদ্যাসাগর কলেজের ছাত্রের পর ফেসবুক জুড়ে কৃষক পরিবারের সন্তান, হাসির পাত্র বিজেপি আইটি সেল
ইতিহাসের পুনরাবৃত্তি। আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং- এর শিকার বিজেপি (BJP) আইটি সেল।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর যেভাবে ‘আমি বিদ্যাসাগর কলেজের ছাত্র’ বলে বহু প্রোফাইল থেকে বিজেপির বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো জঘন্য কাজের পক্ষে সওয়াল করা হয়েছিল, ঠিক একই কায়দায় বিভিন্ন প্রোফাইল থেকে ‘আমি কৃষক পরিবারের সন্তান’ বলে একটি পোস্ট করা হচ্ছে। এই পোস্টে নয়া কৃষি বিলের পক্ষে সওয়াল করে কৃষি আন্দোলনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে।
পোস্টগুলিতে বলা হচ্ছে, ‘পুরোনো কৃষি বিল আমাদের কি দিয়েছে? আমরা ফসলের ন্যায্য দাম পাইনা। ট্রাক্টর কেনা তো দূরের কথা। যারা ট্রাক্টর ৱ্যালি করছেন তারা ক্ষুদ্র কৃষক হতে পারে না।’
যে কেউ যে কোনরকম মতামত ‘পাবলিক প্ল্যাটফর্ম’- এ রাখতেই পারেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এই একই পোস্ট করা হয়েছে একাধিক প্রোফাইল থেকে। ঠিক যেমন বিদ্যাসাগর মূর্তি কাণ্ডের সময় করা হয়েছিল। একাধিক মানুষ একই মনোভাব পোষণ করতেই পারেন। তাই বলে, একই ভাষা! দাড়ি, কমা, এমনকি ভাষাগত ভুল – সব এক! এই ঘটনা কি কখনোই কাকতালীয় হতে পারে!
এই ঘটনা সামনে আসতেই নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। মানুষ বুঝতে পেরেছেন এটি বিজেপি আইটি সেলের কারসাজি। একই পোস্ট বিভিন্ন প্রোফাইল থেকে কপি পেস্ট করে শেয়ার করার জন্যে জোর ট্রোল করা হয় অমিত মালব্যদের (Amit Malviya)।