করোনার সঙ্কটে পুলিশের মানবিক রূপ
করোনার জেরে দেশ ব্যাপী ২১ দিনের লকডাউন। প্রতিদিন নানা রকম অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। কিন্তু এরই মধ্যে যেটা বার বার দেখা যাচ্ছে তা হল পুলিশের মানবিক রূপ।
এই লকডাউনের কারণে কম বেশি অসুবিধায় পড়তে হচ্ছে সবাইকে। কারো ঘরে বাজার নেই তো, কেউ পাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। এই সবের মধ্যেই বার বার সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে।
কলকাতায় এক মহিলা তার হাসপাতালে ভর্তি ভাইয়ের জন্যে হন্যে হয়ে রক্ত খুঁজে না পেয়ে পুলিশের সাহায্য চান। কলকাতা পুলিশেরই একজন তার ভাইয়ের জন্যে রক্ত দেন।
শান্তিনিকেতনের বাসিন্দা ৮২ বছরের এক বৃদ্ধ তার ৮০ বছরের বৃদ্ধা স্ত্রী ও ৯০ বছরের দাদার সাথে থাকেন। তিনি আপ্লুত হয়ে জানান কিভাবে পুলিশ এসে তাদের মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে যায় এবং বলে যায় যেকনো দরকারে তাদের জানাতে।
শুধু বীরভূমেই না হুগলির চূচূড়াতে এক বৃদ্ধ ডাক্তারের কাছে যাওয়ার জন্যে টোটোকে বললে টোটোওয়ালা প্রায় ১০ গুন ভাড়া চেয়ে বসে। যেখানে ভাড়া হওয়ার কথা ১০ টাকা সে চায় ১০০ টাকা। তিনি করোনা সংক্রান্ত হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা এসে সমস্যা মেটায় এবং বৃদ্ধকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
এবাবেই এই সংকটের সময় পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশকে মানুষ বার বার পাশে পেয়েছে। রইলো সেরকমই কিছু নিদর্শন: