রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য পুলিশে আরও ২২৭ জন কেএলও লিঙ্কম্যান, জীবনের মূল স্রোতে ফেরার সুযোগ দিলেন মুখ্যমন্ত্রী

January 28, 2021 | < 1 min read

চাকরির সুযোগ করে দিয়ে কেএলও লিঙ্কম্যানদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তাঁর নির্দেশেই ফের হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে কেএলও লিঙ্কম্যানদের। বুধবারই আলিপুরদুয়ার জেলার ২২৭ জন কেএলও  (Maoist) লিঙ্কম্যানকে নিয়ে কলকাতার দিকে রওনা দেয় বাস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই লিঙ্কম্যানদের হাতে তাঁদের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজন প্রাক্তন মাওবাদীর হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মমতা।

২২৭ জন লিঙ্কম্যানকে নিয়ে বুধবার মোট আটটি বাস রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। পুলিশ এসকর্ট দিয়ে তাঁদের পাঠানো হয় কলকাতায়। প্রাক্তন কেএলও লিঙ্কম্যান সুভাষচন্দ্র রায় বলেন, ‘আমাদের আলিপুরদুয়ারের মানুষ বরাবর বঞ্চিত। এখানে দীর্ঘ কয়েক দশক কোনও উন্নয়ন হয়নি। মানুষের জীবনযাত্রা দুর্বিসহ। প্রতিকার করতেই নাম লিখিয়েছিলাম কেএলওতে। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারি পথটা ঠিক নয়। তাই সরকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করতেই আমরাও মূল স্রোতে ফেরার চেষ্টা করছি।’

আরেক কেএলও লিঙ্কম্যান দীপঙ্কর রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের জীবনের মূল স্রোতে ফিরে আসার সুযোগ দিয়েছে। এখন হোমগার্ডের চাকরির ব্যবস্থা হলে আমরাও ভদ্রস্থ উপায়ে জীবনধারণের সুযোগ পাব। এরজন্য আমরা কৃতজ্ঞ।’ তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ‘রাজ্য সরকার কেএলও লিংকম্যানদের জীবন জীবিকার জন্য চাকরি দিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের এই চাকরি নিয়ে অনেকে মুলস্রোতে ফিরে এসেছেন। লিংকম্যানরাও খুশি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #KLO

আরো দেখুন