কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুরসভার নয়া উদ্যোগ, শহরের রাস্তায় এবার ভ্রাম্যমান শৌচালয়

January 28, 2021 | < 1 min read

শহরে এ বার থেকে নামছে ভ্রাম্যমান শৌচালয়। শহবাসীর অসুবিধার কথা মাথায় রেখে এই অভিনব পরিকল্পনা। আপাতত ২৫টি ভ্রাম্যমান শৌচালয় (Mobile Toilet) পথে নামানোর পরিকল্পনা রয়েছে। তার পর ধাপে ধাপে আরও বাড়ানো হবে। কলকাতা পুরসভা সূত্রে বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে।

শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সাড়ে তিনশো সুলভ শৌচালয় রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সংখ্যায় সেটা অনেকটাই কম। জায়গার অভাবে অনেক গুরুত্বপূর্ণ এলাকায় শৌচালয় তৈরি করা যায়নি। তাই আরও শৌচালয় বাড়াতে ভ্রাম্যমান শৌচালয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, ছোট ছোট গাড়ি করে আস্ত শৌচালয় ঘুরবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়। বিশেষ করে যেখানে বাজার রয়েছে, সে সব জায়গায়। প্রকৃতির ডাকে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। সে কারণে ভ্রাম্যমান শৌচালয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার (kolkata municipal corporation) প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, “মানুষের সমস্যার কথা ভেবেই ভ্রাম্যমান শৌচালয়ের চিন্তাভাবনা। পরে আরও বাড়ানো হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Mobile Toilet

আরো দেখুন